• খেলাধুলা

    চট্টগ্রামে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

      প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২৫ , ৯:১০:৪৩ প্রিন্ট সংস্করণ

    ক্রীড়া প্রতিবেদক: নগরীর হালিশহর শারীরিক শিক্ষা কলেজ মাঠে‌ শুক্রবার সকালে আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করেন বিভাগীয় কমিশনার ডঃ মুহাম্মদ জিয়াউদ্দিন।
    স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মোঃ আব্দুল বারী এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এসএম শহীদুল ইসলাম, অধ্যক্ষ গিয়াস উদ্দিন বাবর(সরকারি শারীরিক শিক্ষা কলেজ)।

    এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আমিনুল ইসলাম আমিন,সদস্য নজরুল ইসলাম লেদু, সাবেক ফুটবলার হায়দার কবির প্রিন্স,রায়হান উদ্দিন রুবেল, মোঃ সালাউদ্দিন জাহিদ, ক্রীড়া সংগঠক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, জহিরুল ইসলাম সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    উদ্বোধনী খেলায় বন্দর জোন ১-০ গোলে কোতোয়ালী জোন কে হারিয়ে ২রাউন্ডে উত্তীর্ণ হয়েছে বন্দর ইপিজেড-পতেঙ্গা জোন।

    দিনের অপর খেলায় বালিকা বিভাগে বন্দর জোন‌ও কোতোয়ালী জোন খেলা চলছিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সার্বিক মোঃ কামরুজ্জামান ।

    আরও খবর 16

    Sponsered content