• কক্সবাজার

    কুতুব‌দিয়ায় ফ্রি মে‌ডি‌কেল ক‌্যাম্পে সেবা পেল ১০০০ রোগী

      প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২৫ , ৯:১১:০৬ প্রিন্ট সংস্করণ

    0Shares

    কুতুবদিয়া প্রতিনিধি: কুতুব‌দিয়ায় ফ্রি মে‌ডি‌কেল ক‌্যা‌ম্পে সেবা পেল এক হাজা‌রের বে‌শি রোগী। শুক্রবার (১৭ জানুয়া‌রি) কুতুব‌দিয়া ম‌ডেল হাই স্কুল এন্ড ক‌লেজ মা‌ঠে  চট্টগ্রাম মে‌ট্রোপ‌লিটন হাসপাতা‌লের সহ‌যোগীতায় সু‌ফিয়া-জাফর আহমদ সিকদার ফাউ‌ন্ডেশন এ মে‌ডি‌কেল ক‌্যা‌ম্পের আ‌য়োজন ক‌রে।

    মে‌ডি‌কেল ক‌্যাম্পে সু‌ফিয়া-জাফর আহমদ সিকদার ফাউ‌ন্ডেশ‌নের চেয়ারম‌্যান ডা: এ‌কেএম ফজলুল হ‌কের সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি হি‌সেবে সমাজ কল‌্যাণ মন্ত্রনাল‌য়ের স‌চিব ড: মোহাম্মদ ম‌হিউ‌দ্দিন সং‌ক্ষি‌প্ত বক্তব‌্য রা‌খেন।

    এছাড়া বি‌শেষ অ‌তি‌থির ম‌ধ্যে নর্থ আ‌মে‌রিকা বিএমএ শাখার সভাপ‌তি ডা: আতাউল ওসমানী, সহকা‌রি ক‌মিশনার (ভূ‌মি) সাদাত হো‌সেন, ‌চিটাগং আই‌ডিয়াল স্কুল এন্ড ক‌লে‌জের অধ‌্যক্ষ ও একা‌ডে‌মিক ডাইরেক্টর আ‌মেনা শাহীন, থানার ও‌সি মো: আরমান হো‌সেন, উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার র‌ফিকুল ইসলাম, জামায়া‌তের উপ‌জেলা আমীর আ,স, ম শাহ‌রিয়ার চৌধুরী প্রমূখ উপ‌স্থিত ছি‌লেন।

    ফ্রি মে‌ডি‌কেল ক‌্যা‌ম্পে কা‌র্ডিওল‌জি বি‌শেষজ্ঞ ডা: মো: আ: মোত্তা‌লিব, ইউ‌রোল‌জি বি‌শেষজ্ঞ ডা: মোহাম্মদ না‌সির উ‌দ্দিন, মে‌ডি‌সিন বি‌শেষজ্ঞ ডা: অনু‌সেন দাশগুপ্ত, গাইনী বি‌শেষজ্ঞ ডা: জান্নাতুল ফের‌দৌস(নিশু), নবজাতক ও শিশু‌রোগ বি‌শেষজ্ঞ ডা: মো‌র্শেদা খানম, অর্থ‌পে‌ডিক সার্জন ডা: মো: সাইফু‌দ্দিন রোকন,ইন্টার‌ভেনশনাল পেইন মে‌ডি‌সিন বি‌শেষজ্ঞ ডা: না‌দিম হায়দারসহ প্রায় ১৩ জন চি‌কিৎসক রোগী দে‌খেন।

    প‌রে একই ফাউ‌ন্ডেশ‌ন প‌রিচা‌লিত সু‌ফিয়া-জাফর আহমদ সিকদার স্মৃ‌তি বৃ‌ত্তি পরীক্ষা’২৪ বৃ‌প্তিপ্রাপ্ত শিক্ষার্থী‌দের মা‌ঝে সগদ অর্থ ও সা‌র্টি‌ফি‌কেট প্রদান করা হয়। এসময় ফাউ‌ন্ডেশ‌নের কো-‌চেয়ারম‌্যান আ‌জিজ ওসমানী সভাপ‌তি‌ত্বে সভা অনু‌ষ্ঠিত হয়।

    এছাড়া কুতুব‌দিয়া নাগ‌রিক ক‌মি‌টির পক্ষ থে‌কে ডা: এ‌কেএম ফজলুল হক‌কে সংবর্ধনা দেয়া হয়।

     

    0Shares

    আরও খবর 30

    Sponsered content