প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৫ , ১০:৩৪:৫৪ প্রিন্ট সংস্করণ
নুরুল আবছার নূরী: ফটিকছড়ি উপজেলায় সহকারী কমিশনার ভূমি মোঃ আব্দুল্লাহ আল আমিন যোগদান করেছেন। ১৩ জানুয়ারী সোমবার সকালে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে উপস্থিত হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী তাকেঁ ফুলের শুভেচ্ছা জানিযে বরণ করেন। পরে উপজেলা ভূমি অফিস কার্যালয়ে দায়িত্ব ভার বুঝিয়ে দেন।
উল্লেখ্য, নবাগত সহকারী কমিশনার ভূমি মোঃ আব্দুল্লাহ আল আমিন ফটিকছড়িতে যোগদান করার পূর্বে সাতক্ষীরায় সহকারী কমিশনার এবং তালা উপজেলায় কর্মরত ছিলেন। তিনি ৩৮ তম ব্যাচে বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য ।