• মহানগর

    চসিকের ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইলিয়াস কে গ্রেফতার

      প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৫ , ১০:০৬:১১ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ২৬ নং হালিশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ ইলিয়াছকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১২ জানুয়ারি) দুপুরে রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    বিষয়টি নিশ্চিত করে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, বিঞ্জ আদালতের মাধ্যমে মোঃ ইলিয়াছকে কারাগারে পাঠানো হয়েছে।

    বিশিষ্ট মানবাধিকার কর্মী সম্রাটের স্ত্রীর করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। ইলিয়াছ ঐ মামলায় ১নং এজাহার নামীয় আসামি হিসেবে অন্তর্ভুক্ত।

    আরও খবর 25

    Sponsered content