• মহানগর

    ওরিয়েন্টেশন ক্লাস’র মধ্য দিয়ে এশিয়ান আবাসিক স্কুলের ২৫ শিক্ষাবর্ষের যাত্রা শুরু

      প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২৫ , ১০:৩০:১৩ প্রিন্ট সংস্করণ

    প্রেস বিজ্ঞপ্তিঃ বন্দরনগরী চট্টগ্রামের সিডিএ নিউ চান্দগাঁও আবাসিক এলাকা বহদ্দারহাটে অবস্থিত এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের ‘ওরিয়েন্টেশন ক্লাস’ প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর আলী হোছাইন এর সভাপতিত্বে কো-অর্ডিনেটর মোহাম্মদ আজম এর সঞ্চালনায় স্কুল হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

    এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান সরওয়ার,চীফ কো- অর্ডিনেটর এমদাদ উদ্দিন চৌধুরী, হোস্টেল সুপার মোহাম্মদ ইউনুস, সহকারি হোস্টেল সুপার মোবারক হোসাইন, শিক্ষক আব্দুস শাকুর,হাসানুল বান্না,শিক্ষিকা তাসনোভা তাহরিন,মিতু বড়ুয়া,নাজরাতুল মামুর,আইরিন আক্তার,জান্নাতুল ফেরদৌস, রিফাত ফারজানা, মরিয়ম বেগম আফরিন, জয়নব বেগম, নোমায়তুল জান্নাত,জান্নাতুল মিম, তমাল রায় ও অনন্যা বণিক প্রমূখ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে শিক্ষকগণ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে নিজেদের পরিচয় তোলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেন। শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে অবগত করেন। এসময় প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ, লেখাপড়াসহ সার্বিক বিষয়ে পরামর্শ দিয়ে স্কুলের পাশে থাকার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

    আরও খবর 25

    Sponsered content