• মহানগর

    নগরীতে অসাধু চক্র ও ‌প্রতারণা থেকে রক্ষায় পুলিশ কমিশনারের সতর্কতা বিজ্ঞপ্তি

      প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২৫ , ১০:২৮:২০ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: সম্প্রতি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ লক্ষ্য করেছেন যে, নগরীর বিভিন্ন থানায় সাম্প্রতিক সময়ে রুজুকৃত মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার আশ্বাস বা অন্যায়ভাবে মামলায় অর্ন্তভুক্তির হুমকি দিয়ে কতিপয় অসাধু চক্র ,অনৈতিক সুবিধা আদায় করছে বলে অভিযোগ সহ তথ্য পাওয়া যাচ্ছে।

    এরুপ প্রেক্ষাপটে সর্বসাধারণের সদয় অবগতির জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজের বরাতে নগর বাসী কে বিশেষ ভাবে সর্তক করে বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে বলে সিএমপি সদর দপ্তর সূত্রে জানা গেছে।

    প্রেস বিজ্ঞপ্তি সূত্রে আরো জানায় যে,সাম্প্রতিক সময়ে দায়েরকৃত প্রত্যেকটি মামলার তদন্ত পুলিশ হেডকোয়ার্টার্স এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ কর্তৃক বিভিন্ন স্তরে স্তরে তদারকি করা হচ্ছে।

    তাই মামলা সমূহ থেকে অন্যায় ও অনৈতিক সুবিধা নেওয়ার কোন সুযোগ নেই বলেও জানিয়েছেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। তিনি এ ধরনের প্রতারক চক্রের অপতৎপরতা থেকে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে সর্তক বার্তা দিয়ে অনুরোধ করার কথা গণমাধ্যমে জানান।
    একই সাথে এ ধরনের প্রতারক চক্রের কোন সদস্য নগরবাসীর সাথে যোগাযোগ করা মাত্রই বিষয়টি সংশ্লিষ্ট থানায় অথবা ৯৯৯ কল করে অবগত করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন সিএমপি পুলিশ দপ্তর।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content