• মহানগর

    শীতার্তদের মাঝে সুফিবাদী ঐক্য ফোরামের মাসব্যাপী কম্বল ও খাবার বিতরণ শুরু

      প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২৫ , ১২:২৩:০৩ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী: আধ্যাত্মিকতা ও সুফি ভাবাদর্শের মত পথে পরিচালিত ধ্যান গবেষণা মূলক সংগঠন বাংলাদেশ সূফীবাদী ঐক্য ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শনিবার ৪ জানুয়ারি ভোর রাত থেকে শীতার্তদের মাঝে মাসব্যাপী কম্বল ও খাবার বিতরণ কর্মসূচি শুরু করছে। বন্দর নগরী চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ও রাস্তায় অবস্থান করা ভাসমান মানুষের মাঝে প্রথম দিন কম্বল ও খাবার বিতরণ কর্মসূচি শুরু করে ফোরাম।

    এসময় উপস্থিত গণমাধ্যম কর্মীদের বাংলাদেশ সূফীবাদী ঐক্য ফোরামের চেয়ারম্যান সাংবাদিক নুর মোহাম্মদ রানা বলেন,আজ থেকে আমরা মাসব্যাপী এই কম্বল ও খাবার বিতরণ কর্মসূচি শুরু করলাম। ধারাবাহিক ভাবে এই কার্যক্রম চট্টগ্রাম নগরী শেষ করে জেলার বিভিন্ন উপজেলা ও পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে যাবে আমাদের এই মানবিক কর্মসূচি।

    প্রথম দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুফিবাদী ঐক্য ফোরামের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সুফি গবেষক সাংবাদিক এস এম আকাশ,মহাসচিব মাষ্টার আবুল হোসেন,যুগ্ন মহাসচিব ইলিয়াস সোহেল, ফোরামের উপদেষ্টা ও এয়াকুব ভান্ডার দরবার শরীফের শাহাজাদা মোহাম্মদ রেজাউল করিম সুমন,সংগঠনের প্রচার সম্পাদক সাংবাদিক নাজিম উদ্দিন মিয়াজি, নির্বাহী সদস্য মোহাম্মদ নিজাম উদ্দিন,সাংবাদিক জামশেদুল ইসলাম, নাজমুল হুদা সাকিব,আনিস মোহাম্মদ বিবলু, মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ প্রমুখ।

    আরও খবর 25

    Sponsered content