• শিল্প-সাহিত্য

    দুইদিন গেল স্বপ্ন বুনতে আর দুইদিন গেল স্বপ্ন ভাঙতে

      প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২৫ , ১২:৩৪:৫০ প্রিন্ট সংস্করণ

    ড. মুহম্মদ মাসুম চৌধুরী: আমরা একটা ধাঁধা বলতাম, ‘উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না, ধার করা যায় না, জমা রাখা যায় না, টাকা দিয়ে কেনাও যায় না, তার নাম কী? তাঁর নাম ‘সময়’। সময়ের মধ্যে শ্রেষ্ঠ সময় তারুণ্য। ভারতের সাবেক রাষ্ট্রপতি দার্শনিক বিজ্ঞানী এপিজে আবদুল কালাম যখন রাষ্ট্রপতি ছিলেন, তখন অধিকাংশ সময় কাটাতেন তরুণদের মাঝে। একদিন তাঁর নিকট জানতে চাইলেন, আপনি মহামান্য রাষ্ট্রপতির আসনে বসে সময় না কাটিয়ে অধিকাংশ সময় কেন তরুণদের মাঝে কাটান? তিনি বলেছিলেন,যে ক্লাস রুমের তরুণ মাঝে সুপ্ত রয়েছে আগামী দিনের ভারত শাসক, বিজ্ঞানী, দার্শনিক, কবি, সাহিত্যিক, ইঞ্জিনিয়ার, চিকিৎসক, সেখানে সময় না কাটিয়ে রাষ্ট্রপতির চেয়ারে বসে সময় কাটানো আমার নিকট গুরুত্বপূর্ণ নয়।’ আমার এখন ৫৭ বছর বয়স। আমি আমার তারুণ্য হারিয়ে ফেলেছি। আমার নিকট এখন সেরা সময় হলো, আমি যখন তরুণদের মাঝে কথা বলি, তরুণদের জন্য লেখি আর তরুণদের জন্য কাজ করি।

    যে তরুণদের জন্য আমার সময়টা কাজে লাগাতে চাই, সে তরুণরা এখন অধিক সময় ব্যয় করে অনলাইনে।এ সময়ে আমাদের বয়সী একজন মানুষ তরুণদের আকর্ষণ করা অনেক কঠিন। ইন্টারনেট ব্যবহার খারাপ নয়, ইন্টারনেট আসক্তি খারাপ। মাদকাসক্তির চেয়েও ইন্টারনেট আসক্তি ভয়ঙ্কর। মাদকাসক্তির চিকিৎসা আছে, ইন্টারনেট আসক্তির চিকিৎসা নেই। তরুণ প্রজন্মকে ইন্টারনেট হতে বের করে আনা, ইন্টারনেটের ভালো দিক ব্যবহার করতে বাধ্য করার পথও আমার জানা নেই। প্রযুক্তি আমাদের তরুণকে ব্যবহার করছে, প্রযুক্তিকে ব্যবহার করার ক্ষমতা আমাদের তরুণদের থাকলে তারা প্রযুক্তির নতুন নতুন অনেক কিছু উদ্ভাবনে ভূমিকা রাখতে সক্ষম হতো। মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলা যায় না। প্রযুক্তির মন্দ দিক আছে বলে প্রযুক্তিকে বাদ দেওয়া যাবে না। প্রযুক্তিকে সঠিক পথে ব্যবহারের উপায় বের করতে হবে। তরুণদের জাগানো আমাদের কর্তব্য। তারা জাগলে আগামীর বাংলাদেশ জাগবে। তারা দাঁড়ালে আগামীর দেশ দাঁড়াবে। যে ঘুমায় তার ভাগ্যও ঘুমায়। দুনিয়া হচ্ছে তিনদিনের। একদিন গতকাল চলে গেছে। আগামীকাল তুমি বেঁচে থাকবে কিনা নিশ্চিত নয়। শুধু আজকের দিন (বর্তমান)টাই গুরুত্বপূর্ণ। এটি কাজে লাগাতে হবে। পবিত্র কোরআনে বর্তমান ও ভবিষ্যতের চেয়ে অতীতের আলোচনা অনেক বেশি। মহান আল্লাহর শিক্ষা হলো বর্তমানে বসে বার বার অতীতকে স্মরণ করে, অতীত হতে শিক্ষা গ্রহণ করো। সে শিক্ষার আলোকে ভবিষ্যৎ নির্মাণ করো। ক্ষুদ্র সময়টাই আমাদের জীবন। জন্মের পর পর আমাদের ডান পাশে আজান আর বাম পাশে ইকামত দেওয়া হয়ে গেছে। মৃত্যুর পর নামাজ (জানাজা) অনুষ্ঠিত হবে। ইসলামের এই বিধান আমাদেরকে শিক্ষা দিয়েছে, হে মানুষ! আজান ইকামতের পর নামাজের পূর্বের ক্ষুদ্রতম সময়টাই তোমাদের জীবন।

    ইমাম গাযযালী (রহ.) বলেছেন, ‘আমরা নিন্দ্রায় যখন স্বপ্ন দেখি তখন স্বপ্নগুলো বাস্তব মনে হয়। নিদ্রা হতে জাগ্রত হলে স্বপ্নকে স্বপ্নই মনে হয়। আর দুনিয়াটা বাস্তব মনে হয়। হে মানুষ! যখন স্বপ্ন জগতে ছিলে তখন স্বপ্নটাই বাস্তব মনে হয়েছে তোমার। এখন দুনিয়ায় আছো, দুনিয়াটাই তোমার বাস্তব মনে হচ্ছে। দুনিয়ার স্বপ্ন ভাঙানি তাই বুঝাতে পারছো না দুনিয়াটি আরেক স্বপ্ন জগৎ। দুনিয়ার স্বপ্ন যে দিন ভাঙবে সে দিন বুঝবে পরকালটাই বাস্তব জগৎ। বাকিটা স্বপ্ন আর স্বপ্ন। দুনিয়ার স্বপ্নের সংক্ষিপ্ত সময়টা এখন চলে যাবে তা ভাবতেই পারবে না। মোগল শেষ সম্রাট বাহাদুর শাহ জাফর বলেছিলেন, আল্লাহর নিকট হতে চার দিন নিয়ে এসেছিলাম। দুইদিন গেলে স্বপ্ন বুনতে আর দুই দিন গেল স্বপ্ন ভাঙতে। এটাই জীবন’।

    জীবনকে সফল করতে জীবনের সময়টা কাজে লাগাতে হবে। সময়কে কাজে লাগাতে জানতে হয়।সময় কাজে লাগাতে গিয়ে বহু বার বহু মানুষ ব্যর্থ হয়েছে। ব্যর্থতার নিকট আত্মসর্পনই বড় ব্যর্থতা। সফল হতে শেষ বারের মতো আরেকবার চেষ্টা করে দেখি, দুনিয়ার মধ্যে এই চিন্তাটাই বহু সফল মানুষের জন্ম দিয়েছে। জীবনের কোন অংশই নষ্ট করা যাবে না। আমি সময় নষ্ট করলাম আর সময় আমাকে নষ্ট করে দিলা, এটিই সময়ের প্রতিশোধ।তিনটি জিনিস কখনো ফিরে আসে না। মুখের বুলি, বন্দুকের গুলি এবং সময় (রুহ)। বিজ্ঞ জনরা বলেন, সময় আর নদী স্রোত কারো জন্য অপেক্ষা করে না। নদীর জলের জোয়ার ভাটা আছে কিন্তু সময়ের ভাটা আছে কখনো জোয়ার আসে না। সময় চির বহমান। সময়কে আটকানো না গেলেও আধুনিক কালে মানুষ শুধু নদীর স্রোত নয়, সাগরের স্রোতও বন্ধ করতে পারে। মানুষ সমুদ্রে বাঁধ নির্মাণ করে ‘হল্যাণ্ড’ (নেদারল্যান্ড) রাষ্ট্রটি গড়ে তুলে। নদীর ও সাগরের স্রোত আটকানো গেলেও সময়কে আটকানো যাবে না। সময় চির বহমান। সময় মানে জীবন। সময়ের মূল্য মানে জীবনের মূল্য। আমরা গাড়ি বাড়ি অর্থের মূল্য বুঝি কিন্তু সময়ের মূল্য বুঝি না। এক হাজার টাকার একটি নোট পেলে আমরা খুশি হই। কিন্তু লক্ষ কোটি টাকার সময় অনাদরে অবহেলায় নষ্ট করি। সম্পদ হারিয়ে গেলে ফিরে পাওয়া যায়, সময় নয়। সময় মানব জাতির জন্য শ্রেষ্ঠ দান। সময়ের গুরুত্ব বুঝাতে মহান আল্লাহ পাক সময়ের শপথ করেছেন। সময়ের কাজ সময়ে সম্পাদন করতে নির্দেশ দিয়েছেন। নির্দিষ্ট সময়ের মধ্যেই নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করা কর্তব্য করেছেন। মানুষের জীবনে সুসময়-দুঃসময় থাকে। দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো ইবাদত। দুঃসময়ে যাঁরা পাশে দাঁড়ায় তাদের প্রতি কৃতজ্ঞ হওয়াও ইবাদত। টাকার ঋণ একদিন শোধ করা যায়। দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ জীবনে পরিশোধ করা যায় না।

    আমরা মহাকারের যাত্রী। মহাকাল মানুষকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। যে চুল পেকে গেল সে চুল আর কাঁচা হবে না। যে চোখ গোলাটে হয়েছে, সে চোখ আর কখনো হরিণচক্ষু হবে না, যে ত্বকে বলীরেখা ফুটে উঠেছে তা আর মসৃণ হবে না, যে দাঁত পড়ে গেছে তা আর গজাবে না। রুটি আর মদ ফুরিয়ে যায়, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে যায়, জীবনের পড়ন্ত বেলায়। যৌবনের পড়ন্ত বিকেলে অনেক কিছু মানুষ শিখে, যা পাঠ্য পুস্তকে বা ক্লাস রুমে শিখা যায় না।কথাসাহিত্যিক হুমায়ুন আহমদ জীবনের বিদায় বেলায় উপলব্ধি করেছেন, ‘জন্মের সময় পৃথিবীতে মানুষ এক বিশাল আত্মা নিয়ে আসে।মানুষ যখন মৃত্যুর দিকে এগোতে থাকে তখন সে ব্যাকুল হয়ে পেছনে তাকায়। আমার মনে হয় আমারও তাই হয়েছে। সারাক্ষণই (মৃত্যুর পূর্বে) শৈশবের কথা মনে পড়ে। কী অপূর্ব সময়ই না কাটিয়েছি।
    লেখক: কলাম লেখক, রাজনীতিক

    আরও খবর 32

    Sponsered content