• পার্বত্য চট্টগ্রাম

    অসহায় মানুষের পাশে ৩৮ বিজিবি

      প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২৫ , ১০:৩৩:২১ প্রিন্ট সংস্করণ

    0Shares

    মো: শহীদুল ইসলাম শহীদ: নববর্ষের উপলক্ষে বান্দরবানের থানচিতে অসহায় মানুষের মাঝে বিজিবি বলিপাড়া জোন কর্তৃক মানবিক সহায়তা প্রদান করেছে।

    ৬ জানূয়ারি ২০২৪,সোমবার দুপুরে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) আওতাধীন কমলা বাগান পাড়া, ডাকছৈ পাড়া, মনাই পাড়া, মুসলিম পাড়া ও হিন্দু পাড়ার প্রতিবন্ধী, বয়স্ক ও অসহায় মানুষের মাঝে নববর্ষের উপলক্ষে বিজিবি পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করা হয়।

    বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) জোন অধিনায়ক ও পরিচালক, লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ তৈমুর হাসান খাঁন পিএসসি এসি, এসময় দেড়শতাধিক প্রতিবন্ধী, বয়স্ক ও অসহায় মানুষের মাঝে কম্বল ও চাউল বিতরণ করেন।

    এতে উপস্থিত ছিলেন, বলিপাড়া ব্যাটালিয়ন(৩৮ বিজিবি) সহকারী পরিচালক, মুন্সী এমদাদু্র রহমান, ৩৬১নং থাইক্ষ্যং মৌজার হেডম্যান মংপ্রু মারমা, অন্যান্য পাড়ার কারবারি ও বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) দায়িত্ব পালনকারী কর্মকর্তাবৃন্দ।

    জোন অধিনায়ক ও পরিচালক বিভিন্ন পাড়া পরিদর্শন করাকালে কালে বয়স্ক, প্রতিবন্ধী ও অসহায় মানুষের পাশাপাশি কোমলমতি শিশুদের খোঁজখবর নেন, এবং তিনি শান্তি সম্প্রীতি উন্নয়নের অংশীদার হয়ে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) অসহায় মানুষের পাশে আগেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও সবসময়ই পাশে থাকার আশ্বাস দেন।

    0Shares

    আরও খবর 29

    Sponsered content