• মহানগর

    কর্ণফুলী উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

      প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২৫ , ১১:৫২:০৭ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নগরের কোতোয়ালী থানা এলাকায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় কর্ণফুলী উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দীন হায়দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    শুক্রবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডাঙারচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাজিম উদ্দীন হায়দার কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের খুইদ্দারটেক এলাকার রশিদ আহমদ মাস্টারের ছেলে।

    তিনি দীর্ঘদিন ধরে মিল্কভিটার পরিচালক ছিলেন।৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন।

    কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, মামলা থাকায় নাজিম হায়দারকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

    আরও খবর 25

    Sponsered content