প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২৫ , ১০:৫২:৪৯ প্রিন্ট সংস্করণ
নুরুল আবছার নূরী : ২ জানুয়ারী বৃহস্পতিবার ফটিকছড়ি উপজেলা নাজিরহাট পৌরসভার ২ নং ওয়ার্ড পূর্ব সুয়াবিল আলা’ হযরত স্মৃতি সংসদ ব্যবস্হাপনায়, প্রবাসী ও এলাকাবাসীর সার্বিক সহযোগীতায় পবিত্র ঈদে মিলাদুন্নবী দঃ ফাতেহায়ে আবু বকর (রাঃ) ফাতেহায়ে ইয়াজদাহু ও আলা’হযরত ওরশ উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল আল’হযরত স্মৃতি সংসদের সভাপতি মাওলানা সৈয়দ মুহাম্মদ আলমগীর হোসাইনের সভাপতিত্বে পূর্ব সুয়াবিল সৈয়দ পাড়া জামে মসজিদ সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কসমোপলিটন হসপিটাল প্রাঃ লিঃ মেডিকেল অফিসার ডাঃ মুহাম্মদ ওমর ফারুক।
উদ্বোধক ছিলেন পূর্ব সুয়াবিল সৈয়দ পাড়া জামে মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব ডাঃ সৈয়দুল আলম কোরাশী। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম ষোলশহর জামেয়া আহমদিয়া আলীয়া কামিল এম এ মাদ্রাসার ফকিহ মুফতি আলহাজ্ব আল্লামা আবুল হাসান মোহাম্মদ ওমাইর রেজভী,শুভেচ্ছা বক্তব্য রাখেন শামসুল উলুম গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা শিক্ষক সৈয়দ মোহাম্মদ আব্দুল লতিফ চাটগামী, আলোচক পূর্ব সুয়াবিল সৈয়দ পাড়া জামে মসজিদ খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ মুজাহেরুল হক চৌধুরী, মাওলানা সৈয়দ মুহাম্মদ মফিজ উল্লাহ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এস,এম,সেলিম, কাজী মাওলানা সৈয়দ মুহাম্মদ নেজাম উদ্দিন ভান্ডারী,এস,এম,নঈম উদ্দিন ডাঃ সৈয়দ মুহাম্মদ রবিউল হোসেন, মাওলানা মুহাম্মদ আবু কাশেম ফারুকী, ডাঃ এ এইচ,এম,জিয়াউল হক,মাওলানা সৈয়দ মুহাম্মদ মামুন উদ্দিন আলকাদেরী,প্রবাসী সৈয়দ মুহাম্মদ খোরশেদুল আলম, ব্যাংকার মুহাম্মদ এমরান, ব্যাংকার সৈয়দ মুহাম্মদ এহসানুল হক নূরী প্রমুখ। মাহফিল সঞ্চালনা করেন আলা হযরত স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুহাম্মদ জোবায়েদ হোসেন।