• উত্তর চট্টগ্রাম

    ফটিকছড়িতে আওয়ামী লীগ নেতা কাশেম মেম্বার গ্রেফতার

      প্রতিনিধি ২ জানুয়ারি ২০২৫ , ১১:০৮:৩৭ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী : ফটিকছড়ি উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন মিছিলে হামলা-ভাঙ্গচুর মামলায় ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও ফটিকছড়ি পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ আবুল কাশেম মেম্বারকে (৮০) গ্রেফতার করছে পুলিশ। মঙ্গলবার (৩১ডিসেম্বর) বিকেল ৪ টার সময় উত্তর ধূরুং নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    থানা সূত্রে জানায় উপজেলা আওয়ামী লীগের ৮৩ জন নেতার বিরুদ্ধে গত ৪ অক্টোবর ১টি মামলা করেন ফটিকছড়ি পৌর এলাকার বাসিন্দা মোঃ হেলাল উদ্দিন। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী কে প্রধান আসামি করা হয়। এ মামলায় ২০০-২৫০ জনকে অঞ্জাতনামা আসামিকে দেখানো হয়।

    মামলার বিবরণে জানা যায় গত ৪ আগষ্ট নাজিরহাট ঝংকার মোড়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে সকলের উপস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে এজাহারনামীয় আসামির উপস্থিত নির্দেশে প্রত্যক্ষ প্ররোচনায় ইন্ধন ও সহযোগিতায় অবৈধ আগ্নেযাস্র,ধারালো রামদা, কিরিচ হাতে নিয়ে তাদের নেতৃত্বে দেশীয় আগ্নেয়াস্ত্র লাঠি, হকিষ্টিক ও অস্রসস্র সজ্জিত হয়ে প্রকাশ্য নিরীহ ছাত্র জনতার মিছিলের উপর উপর্যুপুরি গুলিচালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। পরে আসামিরা ঘটনাস্হলের আশেপাশে থাকা সাধারণ ছাত্রদের উপর আক্রমণ করেন।

    ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদ জানান অঞ্জাতা নাম আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে এজহারনামীয় ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আসামীদের ধরার জন্য অভিযান অব্যাহত আছে।

    আরও খবর 27

    Sponsered content