• মহানগর

    যত দ্রুত নির্বাচন, ততই দেশের জন্য মঙ্গল: খসরু

      প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২৪ , ১১:১৩:০৯ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি জনগণের দল, সবসময় তারা জনগণের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। যত দ্রুত নির্বাচন দেওয়া যায়, ততই দেশের জন্য মঙ্গল, নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই।

    মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় লালখান বাজার এলাকায় কম্বল বিতরণ পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

    নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের জনগণ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে, গত ১৫-১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি।তাই যত দ্রুত নির্বাচন দেওয়া যায় ততই মঙ্গল।

    সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি নেতা অ্যাডভোকেট কাশেম মজুমদার। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তার, শফিকুর রহমান স্বপন, শাহ আলম, জাহাঙ্গীর আলম দুলাল, এমআর মঞ্জু, ইউসুফ জামাল, ওমর ফারুক, নাসিম আলম, নূর হোসেন উজ্জ্বল, নাসরিন বাপ্পি, অ্যাডভোকেট সানজিদা প্রমুখ।

    এর আগে ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের ঝাউতলায় এক সমাবেশ কম্বল বিতরণ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি নেতা মোহাম্মদ মনিরের সভাপতিত্বে ও যুবদল নেতা আব্দুল হামিদ পিন্টুর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুর রহমান স্বপন, শাহ আলম, ইয়াসমিন চৌধুরী লিটন, মনজুর আলম চৌধুরী, জাহাঙ্গীর আলম দুলাল, এমআর মঞ্জু, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি এইচএম রাশেদ খান, বিএনপি নেতা আব্দুল গনি, স্বেচ্ছাসেবক দল নেতা আসাদুজ্জামান দিদার, ওয়াকিল হোসেন, যুবদল নেতা গুলজার হোসেন মিন্টু, হেলাল, আক্তার হোসেন, জাকির হোসেন প্রমুখ।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content