প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২৪ , ১০:৪৮:২০ প্রিন্ট সংস্করণ
নুরুল আবছার নূরী : ফটিকছড়ি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মিলায়তনে সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।
এর আগে বর্ণাঢ্য র্যালীটি উপজেলা মাঠ থেকে বেরিয়ে ফটিকছড়ি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা মাঠে এসে শেষ হয়। “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই”এই প্রতিপাদ্য বিষয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব২০২৫ উদযাপন করা হয়।
এতে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি মুহাম্মদ মিছবাহ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আরেফিন আজিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ তানভীর আহমদ ছিদ্দিকী, ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ডঃ সেলিম রেজা,উপজেলা প্রকৌশলী বাবু তন্ময় নাথ, নির্বাচন কর্মকর্তা বাবু অরুণ উদয় ত্রিপুরাসহ ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদ ফটিকছড়িসহ সংশ্লিষ্ট সকল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পল্লবী খাস্তগীর।