প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২৪ , ১১:২৯:২৬ প্রিন্ট সংস্করণ
নুরুল আবছার নূরী : ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানা শান্তিরহাট এলাকা থেকে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার চোরাই সিগারেটের ফিল্টার ও লিটন বিড়ি নামে দেশি সিগারেটের উদ্ধার করেছে ভুজপুর থানার পুলিশ। এসময় ২ জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এসব অবৈধ সিগারেট তৈরির উপকরণ সহ বহনকারী ১টি মিনি কাভার্ড ভ্যান আটক করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল হারুয়ালছড়ি ইউনিয়নের শান্তিরহাট এলাকার বি,বি,ব্রিকফিল্ডের ভিতর থেকে স্হানীয়দের সহযোগিতায় পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে।
গ্রেফারকৃত ২ জন হলেন ২নং দাতঁমারা ইউনিয়নের হেয়াকো বাজারের বাসিন্দা মোঃ ফারুক (২৮) ও জন একই ইউনিয়নের ছুরামনি এলাকার বাসিন্দা মোঃ ফয়েজ (৩৭)।
পুলিশ জানিয়েছেন স্থানীয়রা ওই গাড়িসহ ২ জকে আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদেরকে ভুজপুর থানায় নিয়ে আসে। তার এসব সিগারেটের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। ওই মিনি কাভার্ডভ্যান রেজিস্ট্রার নং ন-১১-৮৩০৩।ভেতর থেকে ৩০ কার্টুন সাদা রংয়ের সিগারেটের ফিল্টার ও (বাজার মূল্য ৫লাখ ১০ হাজার টাকার) ৮ কার্টুন লিটন বিড়ি (বাজার মূল্য ৩৮ হাজার ৪০০টাকা) উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এই মালামাল চট্টগ্রাম শহরের মুরাদপুর এলাকায় সরবরাহের জন্য বহন করা হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেন ভুজপুর থানার পুলিশ উপপরিদর্শক (এস আই) সাইফুর রহমান বলেন আসামীরা দির্ঘ দিন ধরে চোরাই মালামাল ক্রয়-বিক্রয় সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে পেনাল কোড় ৪১৩ ধারায় মামলা হয়েছে।প্রসঙ্গত জদ্ধ করা কার্টুন লিটন বিড়ি গায়ে চট্টগ্রাম সিটিকর্পোরেশন (চসিক) সাবেক প্যানেল মেয়র আব্দুস ছবুর লিটনের ছবি মোড়ানো হয়েছে এসব সিগারেটে। তার নামেরই নাম করণ করা হয়েছে। চসিকপর সাবেক এই কাউন্সিলর বিরুদ্ধে অবৈধ সিগারেটের স্ট্যাম্প তৈরির ও নকল সিগারেট তৈরির অভিযোগ রয়েছে।প্রশাসন তার একাধিক গোদামের Berlin চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সিগারেটে তৈরির স্ট্যাম্পসহ নানা উপকরণ জদ্ধ করেছেন।