• পার্বত্য চট্টগ্রাম

    বিজয়ের মাসে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ ও মানবিক চিকিৎসা সহায়তা প্রদান

      প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২৪ , ১১:১৭:২৬ প্রিন্ট সংস্করণ

    0Shares

    মোঃ শহিদুল ইসলাম শহীদঃ বিজয়ের মাস উপলক্ষে বান্দরবানের রুমায় সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় শীতবস্ত্র এবং মানবিক সহায়তা বিতরণ, চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

    শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪ সকাল ১০টা হতে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ বাকলাই পাড়া সাব-জোনের বাশিরামপাড়ায় সাউন্ড স্পিকার, স্কুলের শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ, মানবিক সহায়তা ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

    এতে দি ম্যাজেস্টিক টাইগার্স এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরদার জুলকার নাইন, বিএসপি, পিএসসি উপস্থিত হয়ে পাড়াতে সকলের সাথে কুশলাদি বিনিময় ও উক্ত সহায়তা সামগ্রী বিতরণ করেন। এ সময় সেনা সাব-জোন কমান্ডার ছাড়াও সামরিক বেসামরিক বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    শীতবস্ত্র ও অনুদান পেয়ে পাড়াবাসী সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বলেন সেনাবাহিনী আমাদের যে সেবা ও সহযোগীতা করছে তা দিয়ে আমরা পাড়াবাসী, পরিবার-পরিজন ও আত্নীয় স্বজন নিয়ে সুন্দর ভাবে জীবন যাপন করবো,আমরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
    এসময় বাকলাই পাড়া সাব-জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন সালমান মেহেদী কর্তৃক চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

    পাড়া পরিদর্শনকালে পাড়া বাসীদের প্রতি বলেন অধিনায়ক ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্ট সেনাবাহিনী সব সময় সাধারণ জনগনের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।পাহাড়ে বসবাসরত সকল জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা এবং সুরক্ষার পাশাপাশি সবার মাঝে সম্প্রীতি বজায় রাখতেও বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর।

    0Shares

    আরও খবর 29

    Sponsered content