• মহানগর

    চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠানে এসে ধরা আ.লীগ নেতা

      প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২৪ , ১২:২১:০১ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী: নগরের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে এসে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ আজিজকে আটক করেছে নগরের কোতোয়ালী থানা পুলিশ।

    সোমবার (২৩ ডিসেম্বর) রাতে নগরের এস এস খালেদ রোডের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

    এমএ আজিজ, নোয়াখালী বেগমগঞ্জ চৌমুহনী পৌরসভা হাজিপুর হালিম কোম্পানির বাড়ি এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রামে ভাতিজার বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন।

    তিনি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিশ্বস্ত সহযোগী ছিলেন বলে জানা গেছে।

    কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকা থেকে এমএ আজিজকে সোমবার রাতে আটক করা হয়। সিডিএমএস যাচাই করে দেখা হচ্ছে-তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা। নোয়াখালী জেলায় রিকুইজিশন পাঠানো হয়েছে।