প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২৪ , ১০:০৮:৫১ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: প্রতি বছরের ন্যায় এবারও”আদর্শ শিক্ষক ফোরামে’র বে-সরকারি মেধাবৃত্ত পরীক্ষা ২৫ ডিসেম্বর সকাল সাড়ে ৯টা শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় সম্পন্ন হয়েছে।
চট্টগ্রাম মহানগরীর ৪টি কেন্দ্রে একযোগে পরীক্ষা চলা এই বেসরকারি মেধাবৃত্তি পরীক্ষায় ১২ শতাধিক শিক্ষার্থী ক্অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন ফোরামের সভাপতি ও আইডিয়াল ট্রাষ্টের পরিচালক এস.এম দিদারুল আলম।
কেন্দ্র গুলো হচ্ছে: বন্দর থানার “চট্টগ্রাম মডেল স্কুল, পতেঙ্গা থানার “কর্ণফুলী পাবলিক স্কুল, চিটাগাং আইডিয়াল স্কুল,৪০ নং ওয়ার্ডের কাটগড় মোড় সংলগ্ন ইষ্টার্ণ রিফাইনারী মডেল হাই স্কুল।বেসরকারি এই মেধাবৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে, আনন্দ- উৎসব মূখর করে সম্পন্ন করা হয় বলে জানিয়েছেন সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ এম. নজরুল ইসলাম খান।
বুধবার সকালে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন আদর্শ শিক্ষক ফোরামের সম্মানিত প্রধান উপদেষ্টা ও ইস্টার্ন রিফাইনারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন স্যার, এসময় ফোরামের সভাপতি ও আইডিয়াল ট্রাষ্টের পরিচালক অধ্যক্ষ এস এম দিদারুল আলম, সিনিয়র সহ-সভাপতি , বিশিষ্ট শিক্ষাবিদ এম. নজরুল ইসলাম খান এবং স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা , ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আল- আমীন,যুগ্ম সম্পাদক মোঃ স্বপন মিয়া
উপস্থিত ছিলেন।
এছাড়া ফোরামের উদ্যোগে আয়োজিত অন্যান্য পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ছিলেন ফোরামের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম মল্লিক, শিক্ষক মোহাম্মদ এমদাদুল হক,মোহাম্মদ ইলিয়াস ও শিক্ষক মোঃ মহসিন প্রমূখ। অতিথিবৃন্দরা আশিফের বৃত্তি পরীক্ষা’২৪ এর আয়োজন দেখে খুব উৎসাহ এবং শিক্ষা জাগোরনের কথা উল্লেখ করেন।