প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২৪ , ১০:৩১:১২ প্রিন্ট সংস্করণ
চট্টবাণী :: লোহাগাড়ার ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বড়হাতিয়া স্টুডেন্ট’স ফোরামের ধারাবাহিক আয়োজন মেধা যাচাই বৃত্তি পরীক্ষা ২১ ডিসেম্বর (শনিবার ) সকাল ১০.৩০ হতে বেলা ১২.৩০ পর্যন্ত বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সংগঠনের আহবায়ক ফখরুল ইসলাম সাঈদী এবং সদস্য সচিব মঈন উদ্দীনের সার্বিক তত্বাবধানে ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে।
এতে লোহাগাড়ার ৮০ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা নিয়ন্ত্রক (স্কুল) মাস্টার আব্দুস শুক্কুর এবং পরীক্ষা নিয়ন্ত্রক (মাদ্রাসা) মাওলানা মহিউদ্দিন হেলালীর সার্বক্ষণিক তদারকিতে পরীক্ষার সুশৃঙ্খল ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষক ও অভিভাবকরা।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান জনাব জুনাইদ চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য জনাব মাষ্টার লোকমান হাকিম, মাস্টার নাজিম উদ্দীন, মাস্টার ইসহাক, মাওলানা জসীমউদ্দিন, মাওলানা আব্দুচ ছবুর বেলালী, মাস্টার নাছির আহমেদ, মাওলানা শাহাদাৎ হোসেন, সমাজ সেবক প্রবাসী নাছির উদ্দীন, ঝুমু বড়ুয়া চৌধুরী, এ্যাডভোকেট জমির উদ্দীন, মারুফ হাসান রিজভী, প্রকৌশলী ইরফানুল হক, সাইফুল ইসলাম সামী, আবু নোমান ইরফান প্রমুখ।
বড়হাতিয়া স্টুডেন্ট’স ফোরাম ২০০৪ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে বিভিন্ন সামাজিক শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় এবারও তাদের বৃত্তি প্রকল্পের অংশ হিসেবে এই পরীক্ষার আয়োজন করা হয়। খুব শিগগিরই মেধা যাচাই বৃত্তি-২৪ এর ফলাফল প্রকাশ পরবর্তী যথাসময়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজনে সকলের সহযোগিতা কামনা করেন সংগঠনের আহবায়ক ফখরুল ইসলাম সাঈদী ও সদস্য সচিব মঈন উদ্দীন।