• মহানগর

    মা ও শিশু হাসপাতালে ভোট উৎসব

      প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২৪ , ১০:২৬:৪১ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী: ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নির্বাচন। শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ।

    যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে দুটি পৃথক প্যানেল ছাড়াও লড়ছেন স্বতন্ত্র প্রার্থীরা।

    নির্বাচনে সাধারণ ভোটার ৯ হাজার ৭৪৪ এবং ডোনার ভোটার ৩৯৪ জন। নির্বাচনে সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন-রেজাউল করিম আজাদ এবং ডা. কামরুন নেছা রুনা-ডা. এম মাহফুজুর রহমান প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্যানেলের বাইরে সদস্য পদে স্বতন্ত্র ৪৩ জন নির্বাচন করছেন। ২৪টি পদ থাকলেও তিনটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ভোগ গ্রহণের জন্য আছে ৩৩টি বুথ। প্রতিটি বুথে একজন প্রিসাইডিং অফিসার, একজন পুলিং অফিসার ও একজন কেন্দ্রসহায়ক দায়িত্ব পালন করবেন। হাসপাতালের পুরনো ভবন এবং মহিলা হোস্টেল ভবনে ভোট গ্রহণ করা হবে।

    নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ শাহজাহান। তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে। আশা করি দিন শেষে সবার সহযোগিতায় সুন্দর একটি নির্বাচন উপহার দিতে পারব।

    বর্তমানে ৯৫০ শয্যার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালটিতে ২১টি অন্তর্বিভাগে দৈনিক গড়ে ৮০০ থেকে ৮৫০ জন ভর্তি থাকে এবং ৩০টি বহির্বিভাগে দৈনিক গড়ে ২ হাজার রোগী চিকিৎসা গ্রহণ করে।

    ১৯৭৯ সালের ৩১ ডিসেম্বর আন্তর্জাতিক শিশুবর্ষ উপলক্ষে চট্টগ্রামের কিছু মানবহিতৈষীর উদ্যোগে ৭০ হাজার বর্গফুট আয়তনে ‘চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল’ প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে হাসপাতালের অধীন পরিচালিত হচ্ছে ১০টি বিশেষ প্রতিষ্ঠান এবং হাসপাতালের ২১টি অন্তর্বিভাগ ও ৩০টি বহির্বিভাগে সাধারণ এবং বিশেষায়িত সেবা দেওয়া হচ্ছে।

    আরও খবর 25

    Sponsered content