প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২৪ , ১১:৪৯:১৯ প্রিন্ট সংস্করণ
চট্টবাণী: নগরের দুই নম্বর গেইট এলাকায় একটি টেম্পুকে ধাক্কা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন। এতে কোনো হতাহত হয়নি বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
তবে শাটলের ধাক্কায় টেম্পু ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ১০টার দিকে দুই নম্বর গেইট এলাকার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, একটি টেম্পুকে শাটল ট্রেন ধাক্কা দেয়। এতে কোনো হতাহত হয়নি। এখন ট্রেন ও গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।