• মহানগর

    চট্টগ্রামের ৯কেন্দ্রে হেলথ কার্ড বিডি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

      প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২৪ , ১১:৪১:১৮ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: চট্টগ্রাম নগরীতে ২০ ডিসেম্বর ২০২৪ সকাল ১০টা থেকে ১১.০০টা পর্যন্ত শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নমূলক প্রতিষ্ঠান হেলথ কার্ড বিডি বৃত্তি প্রকল্পের ব্যবস্থাপনায় চতুর্থ বারের মতো এ বৃত্তি পরীক্ষা চট্টগ্রামের ৯টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে ।

    হেলথ কার্ড বিডি বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান গবেষক মাওলানা এম সোলাইমান কাসেমী, বৃত্তি প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক ইমরানুল হক, মাওলানা মোজাহেরুল হক, রবিউল হোসেন মানিক, শহিদুল ইসলাম, ইয়াছমিন সোলতানা, জসিম উদ্দিন ও মোহাম্মদ রায়হান প্রমুখ।

    হেলথ কার্ড বিডি বৃত্তি পরীক্ষা পরিদর্শন শেষে বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান গবেষক মাওলানা এম সোলাইমান কাসেমী বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে হেলথকার্ড বাংলাদেশের মেধা বৃত্তি পরীক্ষা সৃজনশীল কর্মকাণ্ড বৈষম্য বিরোধী দেশ ও জাতি গঠনে অনন্য ভূমিকা রাখবে। বৃত্তি প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক ইমরানুল হক এ বৃত্তি পরীক্ষা চট্টগ্রামের ৯টি কেন্দ্রে সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন করায় বৃত্তি প্রকল্পের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সবাই বৃত্তি না পেলেও এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন বলে অভিমত ব্যক্ত করেন।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content