প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২৪ , ৯:৫৯:৩৭ প্রিন্ট সংস্করণ
মোঃ শহিদুল ইসলাম শহীদঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী থানচি উপজেলা শাখা নবগঠিত কমিটি গঠন করা হয়েছে। ১৮ডিসেম্বর ২০২৪ দুপুর দুইটার থেকে বিকেল সাড়ে চারটার পর্যন্ত উপজেলার হোটেল টং মা হাং হোটেল এর কনফারেন্স রুমে কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
থানচি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও উপদেষ্টা মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বান্দরবান জেলা আমীর এস এম আব্দুস সালাম আজাদ, সেক্রেটারি মোঃ আব্দুল আউয়াল,সহ সেক্রেটারি অধ্যাপক গোলাম মোস্তফা তাজ। এতে বিশিষ্ট ব্যবসায়ী রোমেল সিকদার সহ আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বান্দরবান জেলা সভাপতি মোঃ কলিম উল্লাহ ও সেক্রেটারি সামশু উদ্দিন।
বক্তব্যে বান্দরবান জেলা জামায়াতের আমীর বলেন, অসাম্প্রদায়িক বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সাথে নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী কাজ করে যাচ্ছে।
থানচি উপজেলা নবগঠিত কমিটিতে যারা আছেন মোঃ আসলাম সভাপতি,সহ সভাপতি মোঃ নেয়াজুর রহমান।
সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ টিপু,সহ সেক্রেটারি মোঃ দেলোয়ার হোসেন,বায়তুল মাল সম্পাদক মোঃ রিদোয়া, অফিস ও প্রচার সম্পাদক মোঃ শহিদুল ইসলাম।
এতে থানচি মা আরিফুল কোরআন মাদ্রাসার শিক্ষক রায়হান উদ্দিন নিজামী অংশ গ্রহণ করেন।
এতে উপদেষ্টা হিসাবে মনোনিত হয়েছেন মোঃ জসিম উদ্দিন, নুরুল কবির,এস এম আবদুস সালাম আজাদ।