• মহানগর

    এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসায় মহান বিজয় দিবস উদযাপন

      প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২৪ , ৯:৪৯:৩১ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম মহানগরীর দ্বীনি ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠান ১৬ ডিসেম্বর সকাল ১০টায় মাস্টার যাইনুল মোস্তফার সঞ্চালনায় ও মাওলানা রহিম উল্লাহ’র সভাপতিত্বে মাদ্রাসা হল রুমে অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গবেষক মাওলানা এম সোলাইমান কাসেমী। আলোচনায় অংশ নেন মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মুহাম্মদ সাজ্জাদ হোসাইন, হাফেজ ইয়াছিন আরাফাত, আনোয়ার হোসাইন প্রমুখ।

    বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের জন্য চিত্রাংকন, হামদ-নাত, ইসলামী সংগীত, কুরআন তেলাওয়াত, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মহান মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারী সকল শহীদ ও দেশের মুক্তি আন্দোলনে ঝাপিয়ে পড়ে যে সব ছাত্র-জনতা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা এম সোলাইমান কাসেমী।

    আরও খবর 25

    Sponsered content