• মহানগর

    এশিয়ান আবাসিক স্কুলে হোস্টেল ডে ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

      প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২৪ , ১১:৩১:১৮ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী : চট্টগ্রাম নগরীর অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজে হোস্টেল ডে ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্কুলের কো-অর্ডিনেটর মোঃ আজম এর সঞ্চালনায় হোস্টেল সুপার মোঃ ইউনুস এর সভাপতিত্বে স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

    এতে প্রধান অতিথি ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রফেসর আলী হোছাইন।

    বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রধান শিক্ষক লায়ন এইচ এম ওসমান সরওয়ার, আলহাজ্ব মুস্তাফিজুর রহমান কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক জিয়াউর রহমান, চীফ কো-অর্ডিনেটর এমদাদ উদ্দিন চৌধুরী, ব্যাংকার মঞ্জুর আলম ও হোস্টেল শিক্ষক হাফেজ মোবারক হোছাইন প্রমুখ।

    আবাসিক ছাত্ররা বছর শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন ও উদযাপনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে দিনটি আয়োজন করে থাকে।

    এ সম্পর্কে হোস্টেল সুপার মোঃ ইউনুস বলেন,’আমরা লেখাপড়ার পাশাপাশি ধর্মীয় বিষয়াদি,খেলাধুলা ও অন্যান্য বিনোদন মূলক বিষয় গুলোও বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকি।’

    আরও খবর 25

    Sponsered content