প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২৪ , ১১:৩৮:১৩ প্রিন্ট সংস্করণ
নুরুল আবছার নূরী : ফটিকছড়ি উপজেলা মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ৪ ফার্মেসিকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন এবং মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন সাড়ে ৪লাখ টাকার জদ্ধ করেছেন প্রশাসন।
১৫ ডিসেম্বর রবিবার ফটিকছড়ি উপজেলায় অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল প্রদর্শন, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৪টি ফার্মেসিকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার সদর নাজিরহাট বাজার ও ফটিকছড়ি পৌরসভার সদর বিবিরহাট বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিনায় নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মেজবাহ উদ্দিন। এছাড়া প্রসিকিউশন প্রদানসহ সার্বিক সহায়তা প্রদান করেন চট্টগ্রাম জেলার ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম সোলতানুল আরেফিন।
অভিযান চলাকালে প্রতিষ্ঠানসমূহ থেকে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও প্রসাধনী জব্দ করে ধ্বংস করা হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো নাজিরহাটের বাজারের ফারুক মেডিকেল হলকে (১লাখ) টাকা, জনকল্যাণ ফার্মেসিকে (২লাখ) টাকাএবং বিবিরহাট বাজারের জনসেবা ফার্মেসিকে (১লাখ) টাকা এবং বিবিরহাট বাজারের করিম ড্রাগ হাউসকে (১লাখ) । সহকারী কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন বলেন গোপন সাংবাদের ভিত্তিতে ঔষধ প্রশাসনের সহযোগীয় এই অভিযান পরিচালিত হয়েছে। তাকে সহযোগিতা করেন ফটিকছড়ি থানার পুলিশ প্রশাসন ও ভূমি অফিস কর্মকর্তা,কর্মচারীগণ।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মেজবাহ উদ্দিন।