• দক্ষিণ চট্টগ্রাম

    চুনতি ডট কম ম্যারাথন অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২৪ , ১০:৫১:৩৩ প্রিন্ট সংস্করণ

    লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়ার চুনতির নতুন প্রজন্মকে নিয়ে আলোকিত সমাজ বিনির্মাণের লক্ষ্যে একঝাঁক তরুণ ও প্রবীণদের নিয়ে চুনতি ডট কম তৃতীয়বারের মতো আয়োজন করে ম্যারাথন।

    শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৭টায় পাহাড় ও সমতলবেষ্টিত জনপদ চুনতির দৃষ্টিনন্দন ইসহাক মিয়া সড়কে অনুষ্ঠিত হয় চুনতি ডট কম ম্যারাথন-২০২৪।

    এবারের আয়োজনে ৫ ও ১০ কিলোমিটার পাশাপাশি হাফ ম্যারাথন (২১.১) সংযোজন করা হয়। ডিজিটাল পদ্ধতিতে নির্ভুল রেজাল্টের চিফ টাইমিং এর ব্যবস্থা করা হয়।
    দেশ-বিদেশের সেরা রানারদের অংশগ্রহণে অনুষ্ঠিত ম্যারাথনে বিভিন্ন ক্যাটাগরিতে আকর্ষণীয় প্রাইজমানি, ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয়।

    চুনতি গ্রাম ও ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি এবং ধর্মীয় আধ্যাত্মিকতায় সমৃদ্ধ। প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি চুনতির শিক্ষা ও সোনালী ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারের চুনতি ডট কম ম্যারাথন প্রতিযোগিতায় ২১.১ কিলোমিটার ক্যাটাগরিতে ১:২১:৩২ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন মো. ইমরান হাসান। ১:২৫:১৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় মোহাম্মদ সুজন, ১:২৬:১৩ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় মো. মঈনুল ইসলাম, চতুর্থ আবদুল্লাহ আল নোমান।

    ভেটেরান (২১ কিলোমিটার) ক্যাটাগরিতে ১:৪৭:৩৮ সময় নিয়ে প্রথম স্থান পান গৌর পদ সাহা, ১:৫৯:৫০ সময় নিয়ে দ্বিতীয় নেপাল চন্দ্র ভৌমিক। ১০ কিলোমিটার ক্যাটাগরিতে ০০:৩৬:৪৯ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান শরাফুল আলম, ০০:৩৮:২১ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় মঈনুল আহমেদ ও ০০:৪১:৪১ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় মো. জাকির হোসেন বিব, চতুর্থ মোহাম্মদ রানা, পঞ্চম মোহাম্মদ সাজ্জাদ হোসাইন। ৫ কিলোমিটার ক্যাটাগরিতে ০০:১৯:২২ সময় নিয়ে প্রথম মাহফুজুর রহমান, ০০:২০:০৫ সময় নিয়ে দ্বিতীয় আসাদুর রহমান এবং ০০:২১:১০ সময় নিয়ে শাহজাহান সাবিত তৃতীয় হন। ভেটেরান (১০ কিলোমিটার ক্যাটাগরি) ০০:৪২:৪৭ সেকেন্ড সময় নিয়ে আমিনুল রহমান প্রথম, ০০:৫২:১১ সময় নিয়ে মো তোফাজ্জল হোসাইন দ্বিতীয় স্থান অধিকার করে।

    দৌড় শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের আনুষ্ঠানিক পদক এবং সম্মাননা প্রদান করেন মাসুদ খান এফসিএ এফসিএমএ, সাদিউল ইসলাম মুরাদ এফসিএ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইনামুল হাসান, লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান, পরিকল্পনা কমিশনের অর্থনীতি বিশেষজ্ঞ ড. সুলতান হাফিজ রহমান, ম্যারাথন আয়োজক কমিটির আহ্বায়ক অর্থোপেডিক সার্জন সহযোগি অধ্যাপক ডা. মাহমুদুর রহমান।

    উপস্থিত ছিলেন সিনিয়র মেরিন ক্যাপ্টেন শামশাদ আহমেদ খান, ডা. সাইফুল্লাহ খান, সূরাইয়া জান্নাত লাভলী, আসিফা আবেদিন, সাজি ইসলাম, প্রফেসর হামিদুল হোসেন ছিদ্দিকী, বাবর হোসাইন ছিদ্দিকী, অধ্যাপক সাদাত জামান খান মারুফ, মুছা রেজা সিদ্দিকী, নিজাম উদ্দিন খান ফিলিপ, অধ্যক্ষ দ্বীন মোহাম্মদ মানিক, শাহজাদা আবুল কালাম আজাদ, ছৈয়দ উদ্দিন ছিদ্দিকী, অ্যাডভোকেট মিনহাজুল আবরার, আসাদুল্লাহ ইসলামাবাদি।

    আরও খবর 28

    Sponsered content