• মহানগর

    বদলিতে অনন্য নজির স্থাপন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

      প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২৪ , ১২:০৩:৪৩ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টগ্রাম: চট্টগ্রাম জেলায় রাজস্ব প্রশাসনে কর্মরত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাদের পদায়ন লটারির মাধ্যমে করা হয়েছে। জেলা প্রশাসনের ইতিহাসে প্রথমবারের মতো এরকম একটি ব্যতিক্রমী ও স্বচ্ছ বদলির পদক্ষেপ নেন বর্তমান জেলা প্রশাসক ফরিদা খানম।

    বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উন্মুক্ত লটারির মাধ্যমে বর্তমান কর্মস্থলে তিন বছর কর্মকাল অতিক্রম করেছে এমন ২৫ জন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ৭৮ জন ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তাকে পদায়ন করা হয়।

    এ পদায়ন অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা খানম ছাড়াও আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, সহকারী কমিশনার ভূমি সহ সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তারা।

    এ সময় জেলা প্রশাসক বলেন, আমরা চেষ্টা করেছি পদায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে। সবার উপস্থিতিতে লটারির মাধ্যমে এই পদায়ন করা হলো। আশা করছি পদায়িত কর্মকর্তারা মানুষকে আন্তরিকতার সঙ্গে সেবা প্রদান করবেন।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content