• মহানগর

    নৈতিকতাসমৃদ্ধ ও আদর্শিক একটি প্রজন্ম গঠনে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা এক অনন্য সংযোজন

      প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২৪ , ১১:০৯:৫৫ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী : শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি সংসদের প্রশিক্ষণ কর্মশালায় শহীদ লিয়াকত স্মৃতি সংসদ এর প্রধান উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন বলেছেন-শিক্ষার উন্নয়নে সরকারের বিবিধ উদ্যোগ-আয়োজনের পাশাপাশি বেসরকারি উদ্যোগও কিন্তু কম নয়। এক্ষেত্রে শিক্ষার্থীর মেধা ও মননের বিকাশে শহীদ লিয়াকত স্মৃতি সংসদ সুদীর্ঘ ২৬ বছর ধরে ধারাবাহিক মেধা বৃত্তি পরীক্ষা আয়োজন করে আসছে। এবারও সারাদেশে প্রায় ৪০ হাজারের মতো শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে। ২৫ ডিসেম্বর’২৪ সারাদেশে একযোগে প্রায় ১০০টি কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    শহীদ লিয়াকত স্মৃতি সংসদ এর উদ্যোগে অদ্য ১৩ ডিসেম্বর ২৪ জুমাবার বিকেল ৫টায় সংসদের মোমিন রোড সালমা ভবনস্থ চট্টগ্রাম কার্যালয়ে কেন্দ্র সমন্বয়কদের এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি উপরোক্ত মন্তব্য করেন। অত্র সংসদের পরিচালক কাজী মোহাম্মদ আহসানুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-শহীদ লিয়াকত স্মৃতি সংসদ এর প্রধান উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অত্র সংসদের উপদেষ্টা অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, অধ্যক্ষ মাওলানা জয়নাল আবেদীন জিহাদী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- অত্র সংসদের উপদেষ্টা পরিষদের সচিব মাওলানা ওয়াহেদ মুরাদ। শহীদ লিয়াকত স্মৃতি সংসদ এর সচিব মোহাম্মদ মাসরুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দীন জাহেদ, মাওলানা তানভীর আজহারী, মেসবাহ উদ্দীন সৈয়দপুরী, মোহাম্মদ ফোরকান, আহসান হাবিব, মনসুর আজাদ, আকিব, ওমর ফারুক ও মোহাম্মদ মহরম আলী প্রমূখ।

    আরও খবর 25

    Sponsered content