• দক্ষিণ চট্টগ্রাম

    ইসলামি সমাজ কল্যাণ পরিষদের ফ্রি চিকিৎসাসেবা খৎনা ক্যাম্প

      প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২৪ , ১০:২৯:৪৬ প্রিন্ট সংস্করণ

    বিশেষ প্রতিনিধিঃ দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি ও সামাজিক সংগঠন জনার কেওচিয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ও খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

    ১৩ই ডিসেম্বর ২০২৪ অনুষ্ঠিত চিকিৎসা সেবা ও ফ্রি খৎনা ক্যাম্পে প্রধান উপদেষ্টা শেখ ফরিদ উদ্দিন আক্তার কামালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে
    বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাজাহান চৌধুরী।

    এতে প্রধান মেহমান ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজ সেবক ডাঃ আজিজুল হক।

    বিশেষ অতিথি অধ্যক্ষ শাহাদাত হোসাইন মাওলানা হাফেজ মুজাফ্ফর আহমদ,মাওলানা জিয়াউল হক,আব্দুল মুমিন, মাওলানা ইউসুফ, ব্যাংকার নুরুল আবছার,মাষ্টার জসিম উদ্দিন, মুহাম্মদ দিদারুল ইসলাম-সভাপতি-জনার কেঁওচিয়া ইসলামি সমাজ কল্যাণ পরিষদ,এটিএম নোমান,ডাঃসফিকুল আলাম,মোঃহুমায়ুন কবির,এনামুল হক,জাহেদুল ইসলাম, সাংবাদিক মোঃশহিদুল ইসলাম, নুরুল ইসলাম সবুজ,জাহেদুল ইসলাম (শহিদ),মোঃএরশাদ ও শাহাদাত প্রমুখ।

    চিকিৎসাসেবা প্রদান করেন ডাঃসালাহ উদ্দিন,ডাঃ আরিফুল হক,ডাঃবেনজির সুলতান (সুমি),ডাঃমোসলেহ উদ্দিন মুসলিম,ডাঃতাহসিন মোহাম্মদ রাকিব,ডা.মুহাম্মদ ইব্রাহিম,ডাঃএহসানুল করিম,ডাঃমোহাম্মদ আরিফ ।সার্বিক পরিচালনায় ছিলেন দেলোয়ার হোসাইন সাইফি।এতে শত শত জনসাধারণ সেবা গ্রহণ ও প্রায় ১০০ জনের খৎনা করা।

    আরও খবর 28

    Sponsered content