• পার্বত্য চট্টগ্রাম

    থানচিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

      প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২৪ , ১০:৫২:২০ প্রিন্ট সংস্করণ

    মোঃ শহিদুল ইসলাম শহীদঃ দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলার অন্যান্য উপজেলার পাশাপাশি থানচিতে ও আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে,এই উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার ৯ই ডিসেম্বর ২০২৪ সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে পদযাত্রা পরবর্তী উপজেলা সভা কক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি বাস্তবায়নে, দুর্নীতি দমন কমিশন সহযোগিতায়, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি মোঃ সেলিমুর রশীদ ভূঁইয়া সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাকিব হাসান চৌধুরী।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানচি সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নুর মোহাম্মদ,উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল হামিদ, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক মোঃ জমির উদ্দিন, থানচি প্রেসক্লাব সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম ও উপজেলা শিক্ষা সহকারী শিক্ষা অফিসার মোঃ নাজিম উদ্দিন প্রমুখ।

    উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্য যোহন ত্রিপুরা, মোঃ আব্দুল গণি প্রমুখ।

    বক্তব্যে বক্তারা নিজের দায়িত্ব পালন করতে সচেষ্ট হবো, নিজ নিজ অবস্থান থেকে অন্যকে সহযোগীতা করবো বাংলাদেশকে একটি স্বনির্ভর ও দুর্নীতির মুক্ত বাংলাদেশ গড়তে তা বাস্তবায়নে সককে এগিয়ে আসার আহ্বান জানান।

    আরও খবর 29

    Sponsered content