• মহানগর

    চট্টগ্রামে সোয়া ৫ লাখ প্রতিষ্ঠানে হবে অর্থনৈতিক সমীক্ষা

      প্রতিনিধি ৮ ডিসেম্বর ২০২৪ , ৯:২৬:৩৩ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী : সারাদেশের মতো চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে অর্থনৈতিক শুমারি। চতুর্থবারের এ আয়োজনে এবছর চট্টগ্রামে ৫ লাখ ৩৮ হাজার ৫০টি খানা বা প্রতিষ্ঠানে চালানো হবে অর্থনৈতিক সমীক্ষা।

    রোববার (৮ ডিসেম্বর) এ তথ্য জানান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো চট্টগ্রাম জেলার উপ পরিচালক মো. ওয়াহিদুর রহমান।

    তিনি বলেন, চট্টগ্রাম জেলায় ৩ লাখ ৭৩ হাজার ১৭৯টি স্থায়ী ও অস্থায়ী প্রতিষ্ঠান এবং ১ লাখ ৬৪ হাজার ৮৭১টি অর্থনৈতিক সম্পন্ন খানার তথ্য সংগ্রহ করা হবে।

    মোবাইল ডাটা ম্যানেজমেন্টের (এমডিএম) মাধ্যমে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পারসোনাল ইন্টারভিউ (সিএপিআই) পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হবে। তথ্য সরাসরি সার্ভারে জমা হবে।
    তিনি বলেন, অর্থনৈতিক শুমারির মূল লক্ষ্য হলো সময়ের বিবর্তনে একটি দেশের অর্থনীতিতে যে কাঠামোগত পরিবর্তন ঘটে, সে সম্পর্কে সম্যক ধারণা লাভ করা। অকৃষিমূলক অর্থনৈতিক কর্মকাণ্ডের কাঠামো নির্ধারণ করা।

    এদিকে, সমীক্ষা সামনে নিয়ে গত ৫ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত ১১৯টি কেন্দ্রে চলে ট্রেনিং প্রোগ্রাম। এ কাজের জন্য ৩ হাজার ৯৬৩ জন তথ্য সংগ্রহকারী নিয়োগ দেওয়া হয়েছে। যারা প্রতিটি খানা এলাকায় গিয়ে তথ্য সংগ্রহ করবেন।

    প্রসঙ্গত, ১৯৮৬ সালে প্রথমবার করা হয় অর্থনৈতিক সমীক্ষা। এরপর ২০০১ ও ২০০৩ সালে দ্বিতীয় এবং ২০১৩ সালে তৃতীয় অর্থনৈতিক সমীক্ষা করে পরিসংখ্যান ব্যুরো।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content