• মহানগর

    রক্ত কারখানায় হয় না, রক্তদানে জীবন বাঁচে: মেয়র শাহাদাত

      প্রতিনিধি ৬ ডিসেম্বর ২০২৪ , ১০:৪৯:৩৭ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী ডেস্ক: রক্ত শরীরের এমন একটি উপাদান যা কোনো কারখানায় তৈরি হয় না। এর আয়ু মাত্র ১২০ দিন।

    নিয়মিত রক্তদান শরীর সুস্থ রাখে এবং জীবন বাঁচানোর মহৎ কাজে সাহায্য করে। তা ছাড়া রক্তদানের সঙ্গে সঙ্গে বিনামূল্যে বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষা যেমন এইচআইভি, সিফিলিস, হেপাটাইটিস ইত্যাদি রোগ নির্ণয়ের সুযোগ পাওয়া যায়।

    এই সুবিধাগুলো বেশ ব্যয়বহুল। প্রতি চার মাস অন্তর রক্ত দেওয়া সম্ভব, যা একদিকে শরীরকে সুস্থ রাখে, অন্যদিকে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ করে দেয়।

    শুক্রবার (৬ ডিসেম্বর) আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৪ উপলক্ষে নগরের আমবাগানের শহীদ ওয়াসিম পার্কে বাংলাদেশ স্বেচ্ছাসেবী ব্লাড ফোরাম আয়োজিত মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন এসব কথা বলেন।

    মেয়র বলেন, আমরা চট্টগ্রামের সৌন্দর্য প্রকৃত অর্থে উপলব্ধি করতে পারিনি। এটি এমন একটি চমৎকার স্থান, যা দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে। ফয়’স লেকের মতো পাহাড়ের কোলঘেঁষা আরেকটি সবুজে ঘেরা পার্ক নির্মাণের পরিকল্পনা আছে আমার।

    আমরা অনেক সময় বিদেশে ভ্রমণের পরিকল্পনা করি, অথচ চট্টগ্রামের অভূতপূর্ব পর্যটন সম্ভাবনা উপেক্ষা করি। কবির ভাষায়, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুই পা ফেলিয়া।

    আমরা নিজেদের প্রকৃতি এবং পার্কগুলোর সৌন্দর্য যথাযথভাবে অনুধাবন করি না। নতুন পার্কটি সবুজের সমারোহ এবং ওয়াকওয়ে সমৃদ্ধ হবে, যা চট্টগ্রামের সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করবে।

    এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের গেস্ট অব অনার চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাবুল হাসেম বক্কর, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. আপেল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় কবিতা মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদুল হাসান নিজামী, বাংলাদেশ গ্রীনলিফ কালচার ফোরামের ব্যবস্থাপনা পরিচালক তাসলিম হাসান হৃদয়। সভাপতিত্ব করেন বাংলাদেশ ভলান্টারি ব্লাড ফোরামের পরিচালক বিবি ফাতেমা।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content