• মহানগর

    সাফ জয়ী তিন পাহাড়ি নারী ফুটবলারকে চবিতে সংবর্ধনা

      প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২৪ , ১১:৪৫:৪০ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: সাফ নারী চ্যাম্পিয়নশীপ জয়ী পাহাড়ি তিন নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা, রূপনা চাকমা ও মনিকা চাকমাকে সংবর্ধনার আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জুম্ম শিক্ষার্থী পরিবার।

    বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর ২টায় চবির সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে জম্মু শিক্ষার্থীদের আয়োজনে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়।

    মাস্টার্সের শিক্ষার্থী ধন কিশোর ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ড. আশফাক হোসাইন এবং চবির ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আনন্দ বিকাশ চাকমা।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, সাফ নারী চ্যাম্পিয়নশীপ জয়কে আমরা কূটনৈতিক বিজয় হিসেবে দেখছি।

    একসময় ম্যারাডোনাকে জিজ্ঞাসা করা হয়েছিল বাংলাদেশ সম্পর্কে, তখন তিনি এই দেশকে চিনতে পারেননি। আর আজকে ল্যাটিন আমেরিকার দেশগুলো আমাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে আমাদের ফুটবল প্রীতির কারনে। এটিই কূটনৈতিক বিজয়।
    বিশেষ অতিথি বক্তব্যে অধ্যাপক ড. আশফাক হোসাইন বলেন, পৃথিবীর সৌন্দর্য বৈচিত্র্যে। আজকে আমরা এই বৈচিত্র্যের মাঝে বসে আছি। ভাষার বৈচিত্র্য, চেহারার বৈচিত্র্য আমাদের একে অন্যকে জানার সুযোগ করে দিয়েছে।

    অধ্যাপক ড. আনন্দ বিকাশ চাকমা বলেন, আমরা খুবই আনন্দিত কারন তাদেরকে আজকে সংবর্ধনা দিতে পেরেছি। তাদের এ বিজয়ে সারা বাংলাদেশ আজ উজ্জীবিত। সাফজয়ী রূপনা, ঋতুপর্ণা, মনিকারা ইতিহাসের তারা হয়ে জ্বলজ্বল করবে।

    সভাপতির বক্তব্যে ধন কিশোর ত্রিপুরা বলেন, সাফজয়ী এই মেয়েরা প্রমাণ করেছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেলে পাহাড়ের পিছিয়ে পড়া মানুষরাও তাদের প্রতিভার প্রমাণ করতে পারে।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content