প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৪ , ১০:১৪:৫৭ প্রিন্ট সংস্করণ
নুরুল আবছার নূরী : ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসকদের দেরিতে আসা এবং সময়ের আগে চলে যাওয়ার বিষয়টি নিয়ে চট্টবাণীতে সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ আরেফিন আজিম সকল চিকিৎসকে সমমত আসার নির্দেশ দিয়েছেন।
গত ২৫ নভেম্বর সোমবার চট্টবাণীতে প্রকাশিত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের দেরিতে আসা এবং সময়ের আগে চলে যাওয়া দুর্ভোগ রোগীদের শিরোনাম সংবাদ প্রকাশের প্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ আরেফিন আজিম সোমবার সকালে সব চিকিৎসকদের নিয়ে একটি সভা করেন। সভায় তিনি বলেন ,চিকিৎসকরা সবাইকে যথাসময়ে স্বাস্থ্য কেন্দ্রে আসতে হবে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কাজে ফাঁকি দেওয়া রাষ্ট্রের সাথে চরম অন্যায়।
ডাঃ আরেফিন আজিম বলেন, সাংবাদিকরা আমাদের ভুলত্রুটি ধরিয়ে দিবেন। আমরা ভুল থেকে শিক্ষা নিয়ে স্বাস্থ্যসেবা আরো এগিয়ে নিব। স্বাস্থ্যসেবা পাওয়া সকল নাগরিকের অধিকার। সে অধিকার থেকে কেউ যাতে বঞ্চিত না হয় সে ব্যপারে চিকিৎসকদের সজাগ থাকতে হবে।
এই বিষয়ে জেলা ডিপুটি সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ ওয়াজেদ চৌধুরী বলেন, আমরা এ বিষয়টি খতিয়ে দেখছি।কিছু বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেছি। আমরা সবাই মিলেমিশে স্বাস্থ্যসেবাকে আরো এগিয়ে নিতে চাই এবং সবার সহযোগিতা চায়।