• দক্ষিণ চট্টগ্রাম

    বোয়ালখালীতে যৌথ অভিযানে অস্ত্রসহ আটক ২

      প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৪ , ১০:৩০:০০ প্রিন্ট সংস্করণ

    0Shares

    বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে বিশেষ যৌথ অভিযানে অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় পিস্তল ও ২৪টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

    মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী বদু হাজী বাড়িতে এ অভিযান চালানো হয়।

    অভিযানে আটকরা হলো, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বদু হাজী বাড়ির আব্দুল মোতালেবের ছেলে মো. আরাফাত (৩২) ও জসিম উদ্দিনের ছেলে মহিউদ্দিন হামিম (১৮)।

    বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি বসতঘরে তল্লাশি চালিয়ে একটি অবৈধ দেশীয় পিস্তল এবং ২৪টি ধারালো অস্ত্র পাওয়া যায়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    0Shares

    আরও খবর 28

    Sponsered content