• বিনোদন

    মা হারালেন ঋতুপর্ণা

      প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৪ , ১১:২৭:৩২ প্রিন্ট সংস্করণ

    0Shares

    বিনোদন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের মা নন্দিতা সেনগুপ্ত মারা গেছেন। শনিবার (২৩ নভেম্বর) দুপুর তিনটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৭ বছর।

    এর আগে কলকাতার এক বেসরকারি হাসপাতালে টানা ১৫ দিন ধরে ভর্তি ছিলেন তিনি। মায়ের শারীরিক অসুস্থতার কথা আগেই জানিয়েছিলেন অভিনেত্রী। শেষ ১৫ দিন রাখা হয়েছিল ভেন্টিলেশন সাপোর্টে।

    অভিনেত্রীর ঘনিষ্ঠসূত্রে খবর, কিডনিতে সমস্যা পাশাপাশি বার্ধক্যজনিত কারণেই প্রাথমিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন নন্দিতা সেনগুপ্ত। বেশকিছু দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।

    এদিকে, মায়ের অসুস্থতার কারণে চলতি বছর বাড়িতে ভাইফোঁটার আয়োজনও করেননি ঋতুপর্ণা। মায়ের মৃত্যুতে স্বাভাবিক ভাবেই মানসিক ভাবে ভেঙে পড়েছেন ঋতুপর্ণা। পাশে রয়েছেন ঋতুপর্ণার ভাই।

    0Shares

    আরও খবর 20

    Sponsered content