• মহানগর

    চান্দগাঁওয়ে ৯ জুয়াড়ি গ্রেপ্তার

      প্রতিনিধি ২০ নভেম্বর ২০২৪ , ৮:৫১:০২ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: নগরের চান্দগাঁও থানার পশ্চিম ফরিদার পাড়া এলাকায় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

    মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে দিকে জমিরুল ইসলামের কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তাররা হলেন, মো. ইব্রাহিম (৪২), মো. সামছুদ্দিন (৩৫), মো. নাছির উদ্দিন (৪০), মো. আকতার কামাল (২৮), মো. জসিম (৩০), মো. শহিদ উল্যা (৪৬), নুর মোহাম্মদ (৪০), মো. আলমগীর (৫০) ও ওয়াজ উদ্দিন তালুকদার (৩৮)।

    চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

    এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম (তাস) ও নগদ ১ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content