প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২৪ , ১১:৫৬:৩২ প্রিন্ট সংস্করণ
নুরুল আবছার নূরী: আদর্শ চরিত্র গঠনের এক অনুপম পাঠশালা শফিকীয়া দরবার শরিফ। ফটিকছড়ি শফিকীয়া দরবার শরীফের আধ্যত্নিক অরাজনৈতিক সংগঠন বারিয়া শফিকুল মুনির ছাত্র পরিষদের উদ্দ্যেগে সংগঠনের দ্বি-বার্ষিক কাউন্সিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে ছাত্র সমাবেশ বায়তুল মুনির জামেমসজিদ সকাল ১০টায় সংগঠনের সভাপতি মাওলানা মুহাম্মদ মনির উদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে উদ্বোধক ছিলেন শফিকীয়া দরবার শরীফের মেজ শাহজাদা ও বারিয়া শফিকুল মুনির যুব কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ ছালাহ উদ্দিন কাদের চৌধুরী, প্রধানঅতিথি ছিলেন শফিকীয়া দরবার শরীফের বড় শাহজাদা ও মুনিরুল উলম বারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা সুপার পীরে তরিকত আলহাজ্ব হাফেজ কারী মাওলানা মুহাম্মদ ফখরু উদ্দিন কাদের চৌধুরী, আলোচক ছিলেন সিলেট মৌলভীবাজার বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহাম্মদ জিয়াউল হক জিয়া,হাটহাজারী মির্জাপুর জয়নুল উলুম মোমেনিয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক আলহাজ্ব মাওলানা রিয়াজ মাহমুদ, মাস্টার মুহাম্মদ নাজিম উদ্দীন হামিদুল্লাহ চৌধুরী, মুহাম্মদ মুছলেহ উদ্দীন চৌধুরী মাওলানা মুহাম্মদ সেলিম উদ্দিন শফিকী,মাওলানা মীর মুহাম্মদ মহি উদ্দিন ফয়েজী কাউছার, হাসান আনসারী।
হাসান ইমাম আরফাত ও ওমর ফারুকের যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাওলানা হাবিব আহমদ মুনিরী, মাস্টার মুহাম্মদ আব্দুল মান্নান, মাওলানা আবুল কালাম আহমদী মাস্টার মুহাম্মদ আমান উল্লাহ, মাস্টার মুহাম্মদ সেলিম মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম মুনিরী, মাওলানা মুহাম্মদ নাছির উদ্দীন, প্রবাসী মুহাম্মদ বাহাদুর, মুহাম্মদ মাসুদ, সাংবাদিক নুরুল আবছার নূরী প্রমুখ।মুহাম্মদ হাসান ঈমাম আরফাতকে সভাপতি ও মুহাম্মদ ওমর ফারুক সাধারণ সম্পাদক করে ২০২৫-২০২৬ সালের ছাত্র পরিষদের কমিটি ঘোষণা করা হয়।