• জাতীয়

    আবারো সড়ক অবরোধ তিতুমীর শিক্ষার্থীদের

      প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২৪ , ১০:৪৪:৩৫ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী ডেস্ক: রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরে কমিশন গঠনের সিদ্ধান্ত প্রকাশ না করায় আবারো সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় শিক্ষার্থীরা আবারো সড়কে নামেন।

    এতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

    এর আগে একই দাবিতে এদিন সকাল থেকে মহাখালী এলাকায় সাড়ে চার ঘণ্টা অবরোধের পর কলেজে ফিরে যান শিক্ষার্থীরা। ফলে যান-চলাচল শুরু হলেও অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

    জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আলোচনার জন্য শিক্ষার্থী প্রতিনিধিদের শিক্ষা মন্ত্রণালয়ে ডাকা হয়। এতে বৈঠক করতে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল শিক্ষা মন্ত্রণালয়ে যায়।

    ১২ সদস্যের এ দলে ছিলেন- মেহেদী হাসান, মাহামুদুল হাসান, জাহাঙ্গীর সানি, আমিনুল, নুর উদ্দিন জিসান, কাউসার আহমেদ, মোশারফ হোসেন, তোহা, নুর মোহাম্মদ, হাবিব উল্লাহ রনি, আব্দুল হামিদ ও নিরব হোসেন।

    আন্দোলনকারী প্রতিনিধিদলের সদস্য হাবিব উল্লাহ রনি গণমাধ্যমকে জানান, সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন তারা। সেখান থেকে বিশ্ববিদ্যালয় করতে কমিশন গঠনসহ গ্রহণযোগ্য ও সুনির্দিষ্ট আশ্বাস পেলে তারা কর্মসূচি স্থগিত রাখবেন।

    আর যদি সে ধরনের কোনো আশ্বাস সরকার না দেয়, তাহলে আলোচনা করে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে শিগগির নতুন কর্মসূচির ঘোষণা করা হবে বলেও জানিয়েছিলেন তিনি।

    0Shares

    আরও খবর 17

    Sponsered content