• উত্তর চট্টগ্রাম

    হাটহাজারীর ছাত্রলীগ নেতা ঢাকায় গ্রেপ্তার

      প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৪ , ৯:৪০:২৪ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    গত বুধবার (১৩ নভেম্বর) রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানান হাটহাজারী মডেল থানার ওসি মো. হাবিবুর রহমান।

    মোহাম্মদ হাসান উপজেলার ফতেপুর ইউনিয়নের জোবরা গ্রামের মৃত নুরুল আলমের পুত্র। তার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ পাঁচটি মামলা রয়েছে বলে জানা গেছে।

    হাসান ৫ আগস্টের পর গ্রেপ্তার এড়াতে সংযুক্ত আরব আমিরাতে পালিয়ে যান। তিনি গোপনে দেশে আসা-যাওয়া করার খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঢাকা এয়ারপোর্ট ইমিগ্রেশনকে বিষয়টি জানিয়ে রাখে। বুধবার রাতে দুবাই থেকে ঢাকা এয়ারপোর্টে পৌঁছালে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে হাটহাজারী মডেল থানা পুলিশকে খবর দেয়। পরে তাকে চট্টগ্রামে নিয়ে আসা হয়।

    ওসি হাবিবুর রহমান জানান, মোহাম্মদ হাসানকে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    0Shares

    আরও খবর 27

    Sponsered content