• মহানগর

    নগরীর পাঁচলাইশ ও পতেঙ্গা থানায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

      প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৪ , ৯:৩০:০০ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নিজস্ব প্রতিবেদক: দুইটি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি হাবিব হোসাইন মিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। সিএমপির পাঁচলাইশ মডেল থানার এসআই জায়েদ আব্দুল্লাহ বিন ছরওয়ার, এসআই মোঃ নুরুল আবছার সঙ্গীয় ফোর্সসহ পাঁচলাইশ থানা পুলিশ টিমের সহায়তায় জঙ্গিশাহ মাজার লেইন এলাকা থেকে বিশেষ অভিযানে আটক করে পলাতক আসামি মোঃ হাবিব মিরাজ কে।

    তার বিরুদ্ধে দায়রা- ১৬৫১/১৫, সিআর- ১৮১৮/১৪, ও দায়রা- ১৩৫৭/১৭, সিআর- ২১৭৬/১৪, ধারা- এনআই অ্যাক্ট ১৩৮ সংক্রান্তে দুইটি সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মোঃ হাবিব হোসাইন মিরাজ।

    এদিকে পতেঙ্গা মডেল থানার অভিযানে এএসআই (নি.) মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গত ১৩ নভেম্বর দিবাগত রাতে পুলিশের বিশেষ অভিযানে দুটি সিআর মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ রুমন মিয়া (৩০)-কে আটক করেছে পুলিশ।

    তার বিরুদ্ধে অর্থঋন জারি মামলা নং- ৮৮৬/২৩ সংক্রান্ত মামলায় সাজাপ্রাপ্ত আসামি রুমন কে গ্রেফতার করে বিঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
    ধৃত আসামিদের সিএমপির স্ব স্ব থানার মামলায় আটক দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ কমিশনারের কার্যালয় সূত্র জানিয়েছে।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content