প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২৪ , ১০:০৬:৪৭ প্রিন্ট সংস্করণ
আমদুল হক, রামু : জামায়াত ক্ষমতায় গেলে হিন্দু বৌদ্ধ সহ সকলে নিরাপদে থাকবেন বলে মন্কব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।
২৬ অক্টোবর শনিবার রামু খুনিয়াপালং জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেন স্বাধীনতার পর তিনটি দল ক্ষমতায় আসছিল কেও এদেশের মানুষের আশা আকাঙ্কার প্রতিফলন ঘটাতে পারে নি। বরং বিগত আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্র ধ্বংসের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য সহ জনগুরুত্বপূর্ণ জায়গা গুলোকে দূর্নীতির মাধ্যমে ধ্বংস করে দিয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু একদলীয় বাকশাল কায়েমের মাধ্যমে সমস্ত দল কে নিসিদ্ধ করে দিয়েছিল।
তিনি হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভোটারদের এলাকায় তাদের শতকরা পঁচানব্বই শতাংশ ভোট পেয়ে চার বার ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বলে দাবি করেন।
আগামীতে জামায়াতকে ভোট দিলে সারা বাংলাদেশের হিন্দু-বৌদ্ধরা নিরাপদ থাকবে বলেন এই জামায়াত নেতা।
এছাড়া বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের রামু উপজেলা সেক্রেটারী আবু নাঈম মোহাম্মদ হারুন বলেন বিগত জোট সরকারের আমলে জামায়াতের দুই (সাবেক) মন্ত্রীর এক পয়সারও দূর্নীতির প্রমান দেখাতে পারেনি দুদক।
ইউনিয়ন সভাপতি মাও জয়নালের সভাপতিত্বে এবং সেক্রেটারী ফকরুদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমীর মুফতি হাবিব উল্লাহ, রামু উপজেলা আমীর সাবেক ভাইস-চেয়ারম্যান ফজলুল্লাহ মুহাম্মদ হাসান, সাবেক সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান শহীদুল আলম বাহাদুর, হাফেজ ফরিদুল আলম, ডাঃ নসরুল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশন রামু উপজেলা সভাপতি মুক্তার আহমদ, ইউনিয়ন সভাপতি মুজাম্মেল হক প্রমূখ।