• মহানগর

    এশিয়ান আবাসিক স্কুলের ‘প্রাণী পরিচিতি ক্লাস’

      প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২৪ , ৯:৫০:১৬ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: চট্টগ্রাম নগরীর সিডিএ নিউ চান্দগাঁও আবাসিক এলাকা,বহদ্দারহাটে অবস্থিত অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজে ‘প্রাণী পরিচিতিমূলক ক্লাস’ চট্টগ্রাম চিড়িয়াখানায় অনুষ্ঠিত হয়েছে।

    ২৬শে অক্টোবর শনিবার প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর আলী হোছাইন ও উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান সরওয়ার এর সার্বিক তত্ত্বাবধানে ক্লাসের দায়িত্ব পালন করেন কো-অর্ডিনেটর এমদাদ উদ্দিন চৌধুরী,কো-অর্ডিনেটর মোঃ আজম, হাসানুল বান্নাহ, মোঃ শাহীন আব্দুস শাকুর,মোঃ জাকারিয়া, শিক্ষিকা তাসনোভা তাহরিন,মিতু বড়ুয়া,আইরিন আক্তার,জান্নাতুল ফেরদৌস, মরিয়ম বেগম, রিফাত ফারজানা, তাসনিমা আক্তার,নুমাইয়াতুল জান্নাত ও আঁখি বড়ুয়া প্রমূখ।

    ভিন্নধর্মী এমন আয়োজনে শিক্ষার্থী ও অভিভাবক খুবই আনন্দ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

    প্রাণী পরিচিতিমূলক ক্লাস সম্পর্কে উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ বলেন, “প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার্থীদের প্রত্যক্ষভাবে প্রাণী গুলো পরিচয় করা ও বিনোদন দেওয়াই আমাদের আসল উদ্দেশ্য।” এ ব্যাপারে অভিভাবকেরা জানান,”এটি স্কুলের অসাধারণ এক ভিন্নধর্মী আয়োজন, আশা করছি শিক্ষার্থীদের মেধা বিকাশে দারুণ ভুমিকা রাখবে।”




    0Shares

    আরও খবর 25

    Sponsered content