• উত্তর চট্টগ্রাম

    ফটিকছড়িতে মরা খাল পরিষ্কার করলেন সেচ্ছাসেবীরা

      প্রতিনিধি ৯ অক্টোবর ২০২৪ , ৫:২৮:৫৭ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী : ফটিকছড়ি উপজেলা নাজিরহাট পৌরসভার দীর্ঘদিন ধরে ময়লা আর্বজনা লতাপাতা ও আগাছায় ভরপুর এক মরাখাল পরিষ্কার করছে এলাকার সেচ্ছাসেবীরা।

    “রাখবো চারপাশ পরিষ্কার, করবো ডেঙ্গু প্রতিকার”। এই প্রতিপাদ্যকে সমনে নিয়ে ৮ অক্টোবর মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা নাজিরহাট পৌরসভার ৮নং ওয়ার্ড এলাকা গুল মোহাম্মদ তালুকদার বাড়ির সংলগ্ন মরাখালটি পরিষ্কার করতে নামে সাধারণ ছাত্র পরিষদ, গাউছিয়া কমিটি বাংলাদেশ, বিডি ক্লিনের সদস্যরা।তাদের মাঝে উপকরণ দিয়ে সহায়তা করেন আল-মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন।




    এই সময় নাজিরহাট পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ মিছবাহ উদ্দিন বলেন সম্প্রতি দেশে জুড়ে ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছে। আমাদের পৌরবাসী ও অনেকে আক্রান্ত হয়েছে। এই রোগটি যাতে ভয়াবহ অবস্থা সৃষ্টি না হয় সেই জন্য আমরা মশার প্রজননক্ষেত্র গুলো চিন্তিত করে সেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় (প্রায় ২০০ ফুট)পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালাচ্ছি। তার মধ্যে অন্যতম এই মরাখালটি।




    তিনি এলাকা বাসীকে যত্রতত্র ময়লা আর্বজনা না ফেলার অনুরোধ জানান এবং নিজ নিজ বাড়ির আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অনুরোধ জানান তিন দিনের অধিক পানি যাতে জমা না থাকে সেই দিকে নজর রাখার আহবান জানান। পরিচ্ছন্নতা উদ্বোধন কালে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ডক্টর মুহাম্মদ সেলিম রেজা, নাজিরহাট জামেয়া মিল্লিয়া আহমদিয়া কামিল এম এ মাদ্রাসার উপাধ্যাক্ষ আলহাজ্ব মুহাম্মদ আবদুস সালাম শরিফী,পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তা সুমন মন্ডল অপু,নাজিরহাট পৌরসভার সহকারী প্রকৌশলী রাজীব বড়ূয়া, সচিব মুহাম্মদ নুরুল আবছার, হিসাব রক্ষক নুরুল আরিফ, গাছিয়া কমিটির সাজ্জাদ, মোহাম্মদ মনজু মিয়া, আল মানাহিল ওয়াল ফেয়ার ফাউন্ডেশনের মোহাম্মদ মহি উদ্দিন, মোহাম্মদ সায়েম, প্রমুখ।




    এদিকে নাজিরহাট পৌরসভার এমন উদ্দ্যেগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।তারা জানা দীর্ঘদিন ধরে এই মরাখালটি ময়লা আর্বজনায় ভরাট হয়ে মশার প্রজননক্ষেত্র পরিণত হয়েছে।

    এছাড়া পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকা অবস্থা এলাকায় জলাবদ্ধতা হতো। সেচ্ছাসেবীদের উদ্যোগে মরাখালটি আবার প্রাণ ফিরে পেয়েছে।

    আরও খবর 27

    Sponsered content