• উত্তর চট্টগ্রাম

    ফটিকছড়িতে ভ্রাম্যমান আদালতে ১০ হাজার টাকা জরিমানা

      প্রতিনিধি ৮ অক্টোবর ২০২৪ , ৩:৫২:৫৪ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নুরুল আবছার নূরী : আজ ৬ আক্টোবর রবিবার নাজিরহাট বাজার মনিটরিং এবং ফুটপাতে অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদকল্পে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক মো: মেজবাহ উদ্দিন।




    এ সময় ফুটপাতে অবৈধভাবে মালামাল রেখে জনসাধারণের চলাচলের পথ সংকুচিত করার অপরাধে ৫ (পাঁচ) জন ব্যবসায়ীকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুসারে দশ ( ১০) হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এছাড়া ২০টি দোকানের সামনের ফুটপাত হইতে বিভিন্ন সামগ্রী অপসারণ করা হয়। ভবিষ্যতে যাতে কেউ দোকানের সামনে ফুটপাতে মালামাল না রাখে সেই জন্য অন্যান্য ব্যবসায়ীদের সর্তক করা হয়।




    অভিযানে সাধারণ ছাত্র -জনতা,ফটিকছড়ি থানার পুলিশ, নাজিরহাট পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা, সহকারী প্রকৌশলী,কর্মচারীবৃন্দ,এবং ভূমি অফিসের কর্মচারীবৃন্দ সার্বিক সহায়তা প্রদান করেন।

    জনসেবা নিশ্চিতকল্পে নাজিরহাট পৌরসভা বদ্ধপরিকর।

    0Shares

    আরও খবর 27

    Sponsered content