• পার্বত্য চট্টগ্রাম

    থানচিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

      প্রতিনিধি ৬ অক্টোবর ২০২৪ , ৩:৪২:৫৫ প্রিন্ট সংস্করণ

    0Shares

    মোঃ শহিদুল ইসলাম শহীদঃ শিক্ষকের কন্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। ৫ই অক্টোবর ২০২৪ ইংরেজি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত দিবসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আছিফ উদ্দিন।




    বিশেষ অতিথি থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত)মোহাম্মদ নিজাম উদ্দিন, থানচি কলেজ অধ্যক্ষ ধমিনিক ত্রিপুরা প্রমুখ।

    এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছোটন দত্ত।




    বক্তারা বলেন থানচি সরকারি উচ্চ বিদ্যালয়, থানচি কলেজসহ বলিপাড়া, তিন্দু রেমাক্রি উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণ এবং শিক্ষক দিবসের জন্য বরাদ্দ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বক্তব্যে তুলে ধরেন। এবং গুনগত শিক্ষা দিতে হলে শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত গুনগত শিক্ষক নিয়োগ দিতে হবে, শিক্ষকদের ও মনমানুসিকতা নিয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকতে হবে। প্রতিটি ডিপার্টমেন্ট নিয়ে কমিশন আছে শিক্ষা ডিপার্টমেন্ট নিয়ে ও একটি কমিশন গঠন হলে ভালো হয়।

    0Shares

    আরও খবর 29

    Sponsered content