• মহানগর

    সিভাসুতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, কর্মচারীদের কর্মবিরতি

      প্রতিনিধি ৪ অক্টোবর ২০২৪ , ৫:০০:৪৭ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী : নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগ দেওয়ার দাবিতে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন করে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। এছাড়া তাদের আন্দোলনে সমর্থন জানিয়ে কর্মবিরতি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।




    বৃহস্পতিবার (৩ অক্টোবর) ক্যfম্পাসের শহিদ মিনার থেকে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা মিছিল বের করেন। সকাল ১০টা থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন করেন।

    এসময় তারা বিশ্ববিদ্যালয়ের যোগ্য ও সিনিয়র অধ্যাপকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ দেওয়ার দাবি জানান। অন্য কোনও বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগ দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান।




    আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গত ১৯ সেপ্টেম্বর বিভাগীয় কমিশনারের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছি। যাতে তারা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগ দেন। অন্য বিশ্ববিদ্যালয়ের কোনও শিক্ষককে যেন আমাদের বিশ্ববিদ্যালয়ে নিয়োগ না দেন। আমরা এরইমধ্যে অবগত হয়েছি, আমাদের বিশ্ববিদ্যালয়ে বহিরাগত এক শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পাঁয়তারা চলছে। শিক্ষার্থীরা কখনোই তা হতে দিবে না। আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক যোগ্য শিক্ষক আছেন, যারা একাডেমিক ও গবেষণার দিক থেকে দেশ-বিদেশে খ্যাতি অর্জন করেছেন। তাদের বাদ দিয়ে কেন বাহিরের একজন শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ দিতে হবে? স্বৈরাচারের কোনও দোসরকে আমরা উপাচার্য হিসেবে মেনে নিবো না।




    শিক্ষার্থী জসিম উদ্দিন বলেন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়, যেখানে প্রাণি চিকিৎসা থেকে শুরু করে প্রাণী চিকিৎসক, খাদ্যবিজ্ঞানী ইত্যাদি তৈরির পাশাপাশি চট্টগ্রাম অঞ্চলের প্রান্তিক কৃষকদের উন্নয়নে এই বিশ্ববিদ্যালয় ভূমিকা রাখছে। বিশ্ববিদ্যালয়ে এর আগে একবার বাহিরের উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছিল, যার আমলে সামগ্রিক কোনও উন্নয়ন হয়নি। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, ছাত্র-ছাত্রীদের অধিকার এবং অত্র অঞ্চলের কৃষকদের সার্বিক বিষয় বুঝতে একজন জ্যেষ্ঠ শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ দিতে হবে।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content