• মহানগর

    পতেঙ্গায় জাহাজে আগুন: বিপিসির তদন্ত কমিটি

      প্রতিনিধি ১ অক্টোবর ২০২৪ , ৪:৫৭:০১ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: নগরের পতেঙ্গায় বন্দরের ৭ নম্বর ডলফিন জেটির অদূরে ‘বাংলার জ্যোতি’ নামের একটি অয়েল ট্যাংকারের অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কমিটি গঠন করেছে বিপিসি। ওই ট্যাংকারে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) প্রায় ১২ হাজার টন অপরিশোধিত তেল ছিল।




    বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) একজন কর্মকর্তা।ইআরএলের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) প্রধান করে গঠিত কমিটির সদস্যসচিব করা হয়েছে ইআরএলের ডিজিএমকে (প্ল্যানিং অ্যান্ড শিপিং)।

    সদস্য করা হয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জিএম (কার্গো সুপারভিশন অ্যান্ড অপারেশন), ডিজিএম (কমার্শিয়াল), পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা অয়েল কোম্পানি ও যমুনা অয়েল কোম্পানির ডিজিএমকে (অপারেশন)।

    এক দিনের মধ্যে কমিটিকে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়েছে।




    সোমবার সকাল পৌনে ১১টার দিকে আগুন লাগে অপরিশোধিত তেলবাহী রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) পুরোনো এ ট্যাংকারে। এটি বন্দরের বহির্নোঙরে অবস্থানরত বড় জাহাজ থেকে তেল খালাস করে পতেঙ্গার রিফাইনারিতে আনত।

    আগুন নেভাতে কাজ করে নৌবাহিনী, কোস্টগার্ড, বন্দর ও ফায়ার সার্ভিস।

    সূত্র জানায়, ওই ট্যাংকার থেকে এক ঘণ্টা তেল খালাস করা হয়েছিল। আগুন লাগার পর ২ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। একজন নিখোঁজ রয়েছেন।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content