প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২৪ , ৪:৩০:৩৯ প্রিন্ট সংস্করণ
চট্টবাণী : পাঁচ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম কলেজের সাধারণ শিক্ষার্থীরা। রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম কলেজের ব্যানারে এ অবস্থান কর্মসূচিতে কলেজের শত শত শিক্ষার্থী অংশ নেয়।
এসময় শিক্ষার্থীরা অফিসিয়ালি ছাত্র রাজনীতি বন্ধ, শহীদ ওয়াসিমের নামে কলেজের বিশেষ কোনও স্থাপনার নামকরণ, হল সংস্কার, পতিত স্বৈরাচারের অপকর্মে জড়িত শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং কলেজে বিভিন্ন সময় নির্যাতিত শিক্ষার্থীদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম কলেজ শাখার সমন্বয়ক ইবনে হোসাইন জিয়াদ বলেন, শহীদদের ত্যাগ আমাদের অঙ্গীকারে শক্তি যোগায় এবং তাদের আদর্শ আমাদের পথ প্রদর্শন করে।
শহীদদের আত্মত্যাগের কারণে আমরা আজ একটি নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশে বাঁচতে পারছি। তাদের স্মৃতি আমাদের সংগ্রামের অনুপ্রেরণা। শহীদদের রক্তভেজা এই বাংলাদেশে শিক্ষার্থীদের অধিকার সুনিশ্চিত হবে, কোনও বৈষম্য থাকবে না।
তিনি আরও বলেন, আমরা একটি নিরাপদ, নিরপেক্ষ ও রাজনীতিমুক্ত ক্যাম্পাসের জন্য সংগ্রাম করে যাচ্ছি, যেখানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে এবং শিক্ষার মানোন্নয়ন হবে-এটাই আমাদের মূল লক্ষ্য। শিক্ষার্থীরা সম্মিলিতভাবে চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত ঘোষণা করেছিলাম। কিন্তু সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে বিভিন্ন ছাত্রসংগঠনের কার্যক্রম আমাদের অধিকার ও নিরাপত্তা হুমকির মুখে ফেলছে, যা আমরা সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মনে করি। আমরা পাঁচটি দাবি উত্থাপন করেছি। আমাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য এ কর্মসূচি।
এর আগে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম কলেজের প্রশাসনিক ভবনের সামনে কলেজের সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এসময় চট্টগ্রাম কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করাসহ পাঁচ দফা দাবি জানান তারা।